Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

গতির রিকশা বানানোয় গতি

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে কম শোরগোল হচ্ছে না। একবার এটি বন্ধ করার আদেশ আসে তো আরেকবার চালু রাখার। সিদ্ধান্তের ওপর নির্ভর করে রিকশা বানানোর ব্যস্ততা। ছবি : সকাল সন্ধ্যা
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে কম শোরগোল হচ্ছে না। একবার এটি বন্ধ করার আদেশ আসে তো আরেকবার চালু রাখার। সিদ্ধান্তের ওপর নির্ভর করে রিকশা বানানোর ব্যস্ততা। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]
[publishpress_authors_box]
আন্দোলনের মুখে অটোরিকশা বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশে গত ২৫ নভেম্বর এক মাসের স্থিতাবস্থা দিলে আবার বাড়ে অটোরিকশা বানানোর ব্যস্ততা। ছবি : সকাল সন্ধ্যা
চালকদের আন্দোলনের মুখে অটোরিকশা বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশে গত ২৫ নভেম্বর এক মাসের স্থিতাবস্থা দিলে আবার বাড়ে অটোরিকশা বানানোর ব্যস্ততা। ছবি : সকাল সন্ধ্যা
ঢাকার মোহাম্মদপুরের জহুরি মহল্লার চাঁদের মাঠের পাশে সড়কে বসেই অটোরিকশা তৈরি করা হয়। ছবি : সকাল সন্ধ্যা
ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় অটোরিকশা তৈরি করা হয়। ছবি : সকাল সন্ধ্যা
প্যাডেলচালিত রিকশার বডি দিয়ে বানানো অটোরিকশার দাম পড়ে ৮০ হাজার টাকা। চালকের মাথার ওপর ছাউনি দিতে চাইলে তাতে যোগ হয় আরও ৫ হাজার টাকা। আর স্টিলের ফ্রেমের ছোট চাকার অটোগুলোর দাম ব্যাটারির মানভেদে ১ লাখ ১০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকা। ছবি : সকাল সন্ধ্যা
প্যাডেলচালিত রিকশার বডি দিয়ে বানানো অটোরিকশার দাম পড়ে ৮০ হাজার টাকা। চালকের মাথার ওপর ছাউনি দিতে চাইলে তাতে যোগ হয় আরও ৫ হাজার টাকা। আর স্টিলের ফ্রেমের ছোট চাকার অটোগুলোর দাম ব্যাটারির মানভেদে ১ লাখ ১০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকা। ছবি : সকাল সন্ধ্যা
অটোরিকশার দাম মূলত নির্ভর করে এর ব্যাটারির মানের ওপর। বাকি খরচ প্রায় একই। কেউ মোটর চায় ১২০০ ওয়াটের, কেউ চায় ১৫০০ ওয়াট। এই মোটরের দাম ১২-১৫ হাজারের মধ্যে। ছবি : সকাল সন্ধ্যা
অটোরিকশার দাম মূলত নির্ভর করে এর ব্যাটারির মানের ওপর। বাকি খরচ প্রায় একই। কেউ মোটর চায় ১২০০ ওয়াটের, কেউ চায় ১৫০০ ওয়াট। এই মোটরের দাম ১২-১৫ হাজারের মধ্যে। ছবি : সকাল সন্ধ্যা
নগদ টাকার পাশাপাশি কিস্তিতেও কেনা যায় অটোরিকশা। কিস্তি হতে পারে দৈনিক ও মাসিক। তবে কিস্তিতে কিনলে ৭৫-৮০ হাজার টাকার অটোরিকশা নিতে দিতে হয় ৯০-৯৫ হাজার টাকা। ছবি : সকাল সন্ধ্যা
নগদ টাকার পাশাপাশি কিস্তিতেও কেনা যায় অটোরিকশা। কিস্তি হতে পারে দৈনিক ও মাসিক। তবে কিস্তিতে কিনলে ৭৫-৮০ হাজার টাকার অটোরিকশা নিতে দিতে হয় ৯০-৯৫ হাজার টাকা। ছবি : সকাল সন্ধ্যা

আরও পড়ুন