আগস্ট মাসের শুরু থেকে কিডনি জটিলতায় ভুগছিলেন ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল। খানিকটা নিয়ন্ত্রণে এলেও ডেঙ্গুতে আক্রান্ত হলে পরিস্থিতি আরও জটিল হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ কেবিন থেকে আইসিইউতে নেওয়া হয় তাকে। সপ্তাহ দুয়েক আগে আইসিইউতেই লাইফ সাপোর্টে ছিলেন। কিন্তু সেখান থেকে আর ফেরা হলো না।
ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমের অত্যন্ত পরিচিত মুখ অঘোর মণ্ডল। ৫৭ বছর বয়সে প্রয়াত হওয়া এই ব্যক্তিত্ব রেখে গেছেন স্ত্রী, দুই কন্যা।
অঘোর মণ্ডল তিন দশকেরও বেশি সময় সাংবাদিকতায় জড়িত। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে দৈনিক লাল সবুজ দিয়ে তার ক্যারিয়ার শুরু। এরপর আজকের কাগজ ও ভোরের কাগজে দীর্ঘদিন কাজ করেছেন। এরপর চ্যানেল আই, দীপ্ত টেলিভিশন, এটিএন নিউজেও কাজ করেছেন। সর্বশেষ এটিএন নিউজে মাল্টিমিডিয়ার দায়িত্বে ছিলেন।
অঘোর মণ্ডল দেশ-বিদেশে আন্তর্জাতিক টুর্নামেন্ট কাভার করেছেন প্রচুর। ক্রীড়া সাংবাদিকতার গণ্ডি পেরিয়ে তিনি বার্তা সম্পাদকের দায়িত্বেও ছিলেন। শত ব্যস্ততার মাঝে মাসে অন্তত ক্রীড়া বিষয়ক কলাম লিখতেন।
হাসপাতাল থেকে অঘোর মণ্ডলের মরদেহ নেওয়া হবে কর্মস্থল এটিএন নিউজে। এরপর বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় পল্টন হ্যান্ডবল ফেডারেশনে আনা হবে শ্রদ্ধা জানানোর জন্য। এখান থেকে শ্রদ্ধা জানাতে অঘোর মণ্ডলের মরদেহ নেওয়া হবে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে।
সবশেষে হাতিরপুলে নিজের বাসায় নিয়ে যাওয়া হবে তার মরদেহ। সব আনুষ্ঠানিকতা শেষে বুধবার রাতেই পোস্তোগোলা শ্মশানঘাটে শেষকৃত্য অনুষ্ঠিত হবে তার।
অঘোর মণ্ডলের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।