দেশের চলমান আন্দোলনে শিক্ষার্থী-জনতার ওপর নৃশংসতার বিচার ও বৈষম্যমুক্ত সমাজ চেয়ে বানববন্ধন করেছেন ক্রীড়া সাংবাদিকরা। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে বেলা ১২টায় শুরু হওয়া মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমের একশ’র বেশি সাংবাদিক।
মানববন্ধনের শেষ অংশে নৃশংসতায় প্রাণ হারানো সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
মানববন্ধনে নিরপরাধ শিশু থেকে শুরু করে কিশোর স্কুল ছাত্র এবং সাধারণ মানুষের মৃত্যুর দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করা হয়। বিচারের তদন্তের দায়িত্বে থাকাদের কাছ থেকে কোন রকম লোক দেখানো গল্প শুনতে চান না সাংবাদিকরা। সঠিক তদন্তে যা সত্য তা দেখতে চান।
সত্য ঘটনাগুলো সামনে এনে দোষীদের শাস্তির আওতায় আনার দাবিও জানানো হয়। সেই সঙ্গে ভবিষ্যতে আর কোন নিরপরাধ মানুষের জীবনের ক্ষতি যেন না হয় সে দাবি করা হয়।
ভবিষ্যত প্রজন্মের জন্য শান্তিপূর্ণ একটি দেশের নিশ্চয়তা চেয়েছেন ক্রীড়া সাংবাদিকরা। একটা সুশৃঙ্খল জাতি হিসাবে নিজেদের উপস্থাপন করার দাবি জানানো হয়েছে।
একই সাথে সাংবাদিক নিহতের কারণেও দুঃপ্রকাশ করা হয় মানববন্ধনে। সাংবাদিকসহ মৃত সবার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এই মানববন্ধনে কালের কন্ঠের ক্রীড়া সম্পাদক এটিএম সাইদুজ্জামান, চ্যানেল২৪ এর বিশেষ প্রতিনিধি রেজওয়ান উজ জামান, সিনিয়র ক্রীড়া সাংবাদিক এমএম কায়সার, নোমান মোহাম্মদ, রিয়াসাদ আজিমসহ অনেকে উপস্থিত ছিলেন।