Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

বিজিবিতে ৭টি ডিসিপ্লিনের খেলাধুলা বন্ধ

BGB
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের সার্ভিসেস সংস্থার অন্যতম দল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৭টি ডিসিপ্লিন থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বক্সিং, ফুটবল, বাস্কেটবল, ভলিবল, অ্যাথলেটিকস, আর্চারি ও ফেন্সিং- এই খেলাগুলো বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
আর্চারি ছাড়া বাকি ৬ দলের খেলোয়াড়কে ১১ আগস্টের মধ্যে নিজ নিজ ইউনিটে যেতে বলা হয়েছে। মূলত সীমান্ত পাহারার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবির পরিচালক (প্রশিক্ষণ) মুহাম্মদ আশিক হাসান উল্লাহ, “আমাদের মূল দায়িত্ব সীমান্ত পাহারা দেওয়া। ওটাকে মাথায় রেখে সীমান্তে জনবল বৃদ্ধি করার একটা ব্যাপার আছে। কারণ আমাদের খেলোয়াড় তো সৈনিকেরাই। আর সেটিকে মাথায় রেখে ওই খেলাগুলোকেই শুধুমাত্র আপাতত বাদ দিয়েছি যেগুলোতে আমাদের অর্জন কম বা নেই বললেই চলে। ”

নির্বাচন ভবন বিজিবি
বিজিবিকে সীমান্ত নজরদারিতে পাঠানো হচ্ছে। ছবি: সকাল সন্ধ্যা

তবে যেসব ডিসিপ্লিনে সাফল্য রয়েছে সেগুলো বন্ধ করা হবে না বলেও তিনি জানান, “বিশেষ করে যে খেলা সমুহ স্বল্প জনবল দ্বারা পরিচালনা করা যায় এবং সাফল্যের সম্ভবনা বেশি, সেই খেলাগুলোর মাধ্যমে জাতীয় পর্যায়ে ভাল মানের খেলোয়াড় তৈরি করা। যেমন কাবাডি, হ্যান্ডবলের মতো যেসব খেলায় জাতীয় দলে খেলোয়াড় রয়েছে বিজিবির সেই খেলাগুলো চলবে। আসলে এত বেশি খেলাধুলা হলে সেগুলো নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ে আমাদের জন্য। তাই আপাতত এই ৭টি ডিসিপ্লিন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত