বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন ক্রীড়া সংগঠক কুতুব উদ্দিন আকসির। শেষ পর্যন্ত বুধবার রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই ক্রীড়া সংগঠক।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে কুতুবউদ্দিন আকসিরের।
বর্ষীয়ান এই সংগঠক এক সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি ছিলেন। আবার বাংলাদেশ শ্যুটিং ফেডারেশনেরও সহ-সভাপতি ছিলেন। এছাড়া বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। ২০০৬ সালে দোহায় এশিয়ান গেমসে বাংলাদেশ দলের শেফ দ্য মিশনের দায়িত্বে ছিলেন।
ক্রীড়াঙ্গনে তার মূল পরিচয় ছিল নারায়ণগঞ্জের আকসির। এই জেলাটির ক্রীড়া সংস্থার সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন তিনি। তৃণমূলে নিবেদিত প্রাণ সংগঠকদের মধ্যেও আকসির ছিলেন অন্যতম। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতা পরবর্তী সময় থেকেই জেলা ও জাতীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনে তার সম্পৃক্ততা। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কারও পেয়েছেন।
কুতুবউদ্দিন আকসিরের স্ত্রী আঞ্জুমান আরা আকসিরও ক্রীড়া সংগঠক। বাংলাদেশ দাবা ফেডারেশন, সাঁতার ফেডারেশনের নির্বাহী সদস্য। নারায়ণগঞ্জ মহিলা জেলা ক্রীড়া সংস্থারও সাধারণ সম্পাদিকা তিনি।
আকসিরের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমেছে শোকের ছায়া। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, ক্রিকেট বোর্ড, সাঁতার ফেডারেশন, দাবা ফেডারেশন, ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা শোক জানিয়েছে।