শেষ ওভারের খেলা চলছে। টানটান উত্তেজনা। ওই সময় বোলার করলেন ফুলটস বল, ব্যাটার ‘নো’ বলের আবেদন করলেও সাড়া মিলল না আম্পায়ার থেকে। এরপর ম্যাচও হারল। এমন পরিস্থিতিতে ওই আম্পায়ারের ওপর রাগ-ক্ষোভ উগড়ে দেওয়াই স্বাভাবিক। শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক ভানিন্দু হাসারাঙ্গা এতটাই ক্ষুব্ধ যে, আম্পায়ারকে অন্য চাকরি খুঁজতে বলেছেন তিনি।
ঘটনাটা শ্রীলঙ্কা-আফগানিস্তানের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির। ২১ ফেব্রুয়ারি (বুধবার) ডাম্বুলার এই ম্যাচে আফগানদের দেওয়া ২১০ রানের লক্ষ্যে ব্যাট করছিল স্বাগতিকরা। শেষ ওভারে দরকার পড়ে ১৯ রান। হাফসেঞ্চুরিয়ান কামিন্দু মেন্ডিস আফগান বোলার ওয়াফাদার মোমান্দের প্রথম ৩ বলে ৮ রান নিলে বাকি ৩ বলে প্রয়োজন হয় ১১ রান।
ওয়াফাদারের চতুর্থ বল নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। এই পেসারের ফুলটস বল কামিন্দুর কোমরের অনেক ওপর দিয়ে যায়। কিন্তু আম্পায়ার ‘নো’ বল ডাকেননি। ওই সময় স্কয়ার লেগ আম্পায়ার ছিলেন লিন্ডন হানিবল। শ্রীলঙ্কান এই আম্পায়ারের ওপরই যত রাগ হাসারাঙ্গার।
মাত্র ৩ রানে ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক বলেছেন, “এমন কিছু আন্তর্জাতিক ক্রিকেটে হওয়া উচিত নয়। এটা যদি কাছাকাছি থাকতো (কোমর উচ্চতার), তাহলে সমস্যা ছিল না। কিন্তু বলটা অনেক ওপর দিয়ে যাচ্ছিল… আরেকটু ওপর দিয়ে গেলে ব্যাটারের মাথায় লাগতে পারতো।”
এরপরই হাসারাঙ্গা বলেছেন, “যদি সেটা দেখতে না পায়, তাহলে তো এই আম্পায়ার আন্তর্জাতিক ক্রিকেটে যুতসই নয়। তিনি অন্য চাকরি খুঁজে নিলে খুব ভালো হবে।”
হাসারাঙ্গা শুধুমাত্র আম্পায়ার হানিবলের নামটাই উচ্চারণ করেননি। তবে এই আম্পয়ারকে রীতিমতো ধুয়ে দিয়েছেন। শুধু তা-ই নয়, রিভিউ সিস্টেমেরও সমালোচনা করেছেন তিনি। আম্পায়ার ‘নো’ বল না ডাকায় কামিন্দু রিভিউয়ের আবেদন করেছিলেন। কিন্তু আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী, আউট সম্পর্কিত বিষয়টিগুলোতেই কেবল রিভিউ নেওয়ার সুযোগ আছে। হাসারাঙ্গা এই নিয়মের যথার্থতা খুঁজে পাচ্ছেন না।
ম্যাচ হারলেও সিরিজ অবশ্য শ্রীলঙ্কাই জিতেছে। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা।