Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

একাদশে লিটনকে দেখছেন না তামিম

4444444444444444
[publishpress_authors_box]

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ভারতের একাদশ গড়েছিলেন সুনীল গাভাস্কার। ভারতীয় এই কিংবদন্তি দুই পেসার নিয়ে খেলতে বলেছিলেন রোহিত শর্মাদের। আর ব্যাটিংয়ে  তিন নম্বরে রাখতে বলেছিলেন যশস্বী জয়সওয়ালকে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট অবশ্য জয়সওয়ালকে একাদশেই রাখেনি। আর খেলিয়েছে চার পেসার।

এবার বাংলাদেশি সাবেক অধিনায়ক তামিম ইকবাল একাদশ গড়লেন শ্রীলঙ্কার বিপক্ষে কাল সকালে শুরু হতে যাওয়া বাংলাদেশ ম্যাচের। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর এক অনুষ্ঠানে তামিম বললেন, ‘‘শরিফুল যদি ফিট না থাকে তাহলে বাংলাদেশ হয়তো খেলাবে হাসান মাহমুদ বা তানজিম সাকিবকে। এরপর মোস্তাফিজ আর তাসকিন অবশ্যই খেলবে। স্পিনার হিসেবে সাকিব থাকছে, সঙ্গে রিশাদ।’’

তাহলে একাদশটা কেমন হবে? এ নিয়ে তামিম দিলেন নিজের মতামত,‘‘ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে বাংলাদেশ খেলেছে, আমার মনে হয় সেটাই থাকবে একপ্রকার। সৌম্য আর তানজিদ তামিম ওপেন করবে। লিটন হয়ত মিস করবে, তিন নম্বরে খেলতে পারে শান্ত (ভারতের বিপক্ষে লিটন ছিলেন তিনে)। চারে সাকিব আছে। এরপর মাহমুদউল্লাহ, হৃদয়, রিশাদসহ অন্য যারা আছে তারা।’’

লিটন দাস ছন্দে নেই দীর্ঘদিন। তাকে বিশ্রাম দিয়ে, বিশেষ প্রশিক্ষণ দিয়ে আর নানা পজিশনে খেলিয়েও রানে ফেরানো যায়নি। তাই হয়তো তামিম ইকবাল প্রথম ম্যাচে একাদশে দেখছেন না লিটনকে।

শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচটাই গড়ে দিতে পারে এই গ্রুপ থেকে সুপার এইটের ভাগ্য। কারণ দক্ষিণ আফ্রিকা ফেবারিট হিসেবে প্রথম ম্যাচে হারিয়েছে লঙ্কানদের। অপর দুই দল নেপাল ও নেদারল্যান্ডস অঘটন ঘটাতে পারলেও শেষ আটে খেলাটা তাদের জন্য কঠিন।

তামিম ইকবালও বললেন একই কথা, ‘‘বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই এখন ভিন্ন মাত্রা যোগ করে। শুরুটা নাগিন নাচ দিয়ে। এরপর টাইমড আউট হয়ে আরও অনেক কিছু। খেলাটা উপভোগ্য হবে। আর যে দল জিতবে তারা এগিয়ে যাবে সুপার এইটের দিকে। খুব গুরুত্বপূর্ণ ম্যাচ এটা।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত