এবারের আইপিএলটা যাচ্ছেতাই কেটেছে এনরিখ নরকিয়ার। রান বিলিয়েছেন অকাতরে। দিল্লির হয়ে সুযোগ পেয়েছিলেন ৬ ম্যাচে। তাতে রান দিয়েছেন ওভার প্রতি ১৩.৩৬ রেটে! ৭ উইকেট নিলেও গড় ৪২.০০।
সেই নরকিয়ার ভিন্ন রূপ বিশ্বকাপে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই ৪ উইকেট নিয়েছেন মাত্র ৭ রান দিয়ে। রেকর্ড-এর পাতাগুলো এলোমেলো হয়েছে এমন পারফরম্যান্সে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ওভার বল করে সবচেয়ে কম রান দেওয়ার নজির এখন নরকিয়ার।
আগের সবচেয়ে কম ৮ রান দেওয়ার রেকর্ডটা ছিল তিন জনের-বাংলাদেশের মাহমুদউল্লাহ, শ্রীলঙ্কার অজন্থা মেন্ডিস আর ভানিন্দু হাসারাঙ্গার। মাহমুদউল্লাহ ২০১৪ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৪ ওভারে ৮ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। মেন্ডিস ২০১২ বিশ্বকাপে জিম্বাবুয়ের সঙ্গে আর হাসারাঙ্গা গত বিশ্বকাপে আরব আমিরাতের বিপক্ষে করেছিলেন কীর্তিটা।
এ নিয়ে বিশ্বকাপে ৩বার ম্যাচে ৪ বা বেশি উইকেট পেলেন নরকিয়া, যা যৌথ সর্বোচ্চ। বাংলাদেশের সাকিব আল হাসান ও পাকিস্তানের সাঈদ আজমলও নিয়েছেন ৩বার করে ৪ বা বেশি উইকেট।।
দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচে ডট বল হয়েছে ১২৭টি, যা বিশ্বকাপের কোনও ম্যাচে সর্বোচ্চ। এর আগের রেকর্ড ছিল ১২৩টি। ২০০৭ বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকা আর এবারের আসরেই নামিবিয়া-ওমান ম্যাচে হয়েছে যৌথভাবে ১২৩টি ডট বল।
ম্যাচে মাত্র ৭৭ রানে অলআউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা, যা টি-টোয়েন্টিতে তাদের সবচেয়ে কম রানের স্কোর। এভাবে প্রথম ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর লঙ্কান অধিনায়ক ভানিন্দু হাসারাঙ্গা জানালেন, ‘‘ব্যাট নেওয়ার সিদ্ধান্তটা সঠিক ছিল। আমাদের ব্যাটারদের লক্ষ্য ছিল ১৬০-১৭০ রান। তবে সত্যি বলতে এটা ১২০ রানের উইকেট ছিল বিশেষ করে আমাদের বোলিংয়ের বিপক্ষে।’’