বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে শুরু করা যায়নি শ্রীলঙ্কা-নেপালের ম্যাচ। শেষ পর্যন্ত পরিত্যক্ত হওয়ায় দুই দলেরই বড় ক্ষতি হয়েছে। তবে তারা পয়েন্ট ভাগাভাগি করায় লাভ হয়েছে দক্ষিণ আফ্রিকার। প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত হয়ে গেছে প্রোটিয়াদের।
শ্রীলঙ্কা টানা দুই ম্যাচ হারায় সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে পাখির চোখ করেছিল নেপাল ম্যাচে। ওদিকে নেপালও প্রথম ম্যাচ হারায় ফ্লোরিডার সেন্ট্রাল ব্রওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামের ম্যাচটিতে ঘুরে দাঁড়িয়ে জয়ের আশায় ছিল বুঁদ। কিন্তু বৃষ্টিতে কোনও দলের আশা পূরণ হয়নি। টস ছাড়াই পরিত্যক্ত হয়েছে ম্যাচটি।
ফ্লোরিডায় ভারী বৃষ্টিপাতে চারদিকে অন্ধকার নেমে আসে। মাঝে বৃষ্টি থাকলেও আউটফিল্ডের অবস্থা ছিল শোচনীয়। খেলা শুরু করার নির্ধারিত সময়ের মধ্যে মাঠ উপযোগী করা সম্ভব নয় বলে আগেভাগেই পরিত্যক্তের ঘোষণা আসে। ফলে শ্রীলঙ্কা ও নেপাল সমান ১ পয়েন্ট পেয়েছে।
তাদের পয়েন্ট ভাগাভাগিতে সবচেয়ে লাভবান দক্ষিণ আফ্রিকা। এবারের আসরে সবার আগে সুপার এইটে পৌঁছে গেছে এইডেন মারক্রামের দল। ‘ডি’ গ্রুপে ৩ খেলার সবক’টি জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে প্রোটিয়ারা।
দ্বিতীয় স্থানে রয়েছে ২ ম্যাচে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশ। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও নেট রানরেটে পিছিয়ে নিয়ে তৃতীয় স্থানে নেদারল্যান্ডস।
চার নম্বরে নেপাল। দ্বিতীয় ম্যাচে এসে প্রথম পয়েন্ট পেয়েছে দলটি। আর সবার নিচে তিন ম্যাচ খেলা শ্রীলঙ্কা। পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া ১ পয়েন্ট তাদের সম্বল।