Beta
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

সৌম্যর আউট নিয়ে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় শ্রীলঙ্কা

1111111111111111
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]
সিলেট থেকে
সিলেট থেকে

আগুনটা নিভে গেছে। তবে ধোঁয়া উড়ছে এখনও। দ্বিতীয় টি-টোয়েন্টিতে সৌম্য সরকারের আউট হওয়া না হওয়া নিয়ে ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানানোর কথা বলেছিল লঙ্কান টিম ম্যানেজমেন্ট। সেটা কথার কথা নয়।

শ্রীলঙ্কা আনুষ্ঠানিকভাবেই লিখিত অভিযোগ জানিয়েছে ম্যাচ রেফারির কাছে। সিরিজের শেষ টি-টোয়েন্টির আগে আজ (শুক্রবার) সিলেটে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান দলের ম্যানেজার মাহিন্দা হালানগোদে জানালেন, ‘‘আমরা ব্যাপারটা ভুলে গেছি। এখন সামনে তাকাতে চাই। ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানিয়েছি। সেটা এখন আইসিসি দেখবে। হয়ত সময় লাগবে। এটা এখন আইসিসির হাতে। আমরা শুধু ধাপগুলো অনুসরণ করেছি।’’

বিনুরা ফার্নান্ডোর শর্ট বলে পুল করেছিলেন সৌম্য। আম্পায়ার গাজী সোহেল ভেবেছিলেন বটম-এজড হয়েছিলেন তিনি। সৌম্য নেন রিভিউ।

টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান জানাচ্ছিলেন, স্পাইক আসার সময় ব্যাট ও বলের মধ্যে স্পষ্ট দূরত্ব রয়েছে। তাই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেন তিনি। প্যাভিলিয়নে ফিরতে যাওয়া সৌম্য ফিরে আসেন ক্রিজে। এ নিয়ে চলা বিতর্ক দুই দলের সিরিজকে নিয়ে গেছে অন্য উচ্চতায়।

শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে কখনও টি-টোয়েন্টি সিরিজ জিতেনি বাংলাদেশ। এবার কি রেকর্ডটা ধরে রাখতে পারবে তারা? সংবাদ সম্মেলনে আসা লঙ্কান থিলিনা কানদাম্বি জানালেন, ‘‘আমরা আত্মবিশ্বাসী। সিরিজ জিততে পারব আমরা।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত