Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশায় শ্রীলঙ্কাও

88
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নতুন চক্রের শুরুটা যাচ্ছেতাই ছিল শ্রীলঙ্কার। নিজেদের মাটিতে গত বছর জুলাইয়ে তারা ২-০’তে সিরিজ হারে পাকিস্তানের কাছে।

১৪ মাস পর সেই শ্রীলঙ্কাই স্বপ্ন দেখছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের। আজ (সোমবার) নিউজিল্যান্ডকে গল টেস্টে ৬৩ রানে হারিয়েছে লঙ্কানরা। জয়ের জন্য ২৭৫ রানের লক্ষ্যে কিউইরা চতুর্থ দিন (একদিন বিরতি থাকায় পঞ্চম দিন) শেষ করেছিল ৮ উইকেটে ২০৭ রানে। ৯১ রানে অপরাজিত ছিলেন রাচিন রবীন্দ্র।

ভরসা হয়ে থাকা রাচিন রবীন্দ্র সোমবার আর ১ রান যোগ করেই আউট প্রবাথ জয়াসুরিয়ার বলে। নিউজিল্যান্ড ২১১ রানে অলআউট হয়ে যায় ১৬ মিনিটেই। রবীন্দ্র এলবিডব্লিউ করার পর উইলিয়াম ও’রুর্ককেও বোল্ড করেন জয়াসুরিয়া। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন জয়াসুরিয়া।

৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন জয়াসুরিয়া।

নতুন প্রেসিডেন্টের আমলে পাওয়া প্রথম জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এসেছে তারা। শ্রীলঙ্কার পয়েন্ট ৫০ শতাংশ। ভারত শীর্ষে ৭১.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে আর ইংল্যান্ড দুইয়ে ৬২.৫০ শতাংশ পয়েন্ট পেয়ে।

পরের টেস্টে গলে নিউজিল্যান্ডকে হারালে ফাইনালের পথে আরও একটু এগিয়ে যাবে শ্রীলঙ্কা। এরপর নভেম্বরে তারা টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকায়। আর পরের বছর ঘরের মাঠে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই ম্যাচগুলো ভালো করলে ফাইনালের স্বপ্ন দেখতেই পারে লঙ্কানরা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত