দুনিথ ভেল্লালাগের বলে আফগান ব্যাটার মোহাম্মদ নবি মেরেছিলেন টানা ৫ ছক্কা। শেষ ওভারে ৩২ রান খরচ করেন তিনি। সেই দুঃসহ যন্ত্রণা ভুলিয়ে দেয় শ্রীলঙ্কার ৬ উইকেটের জয়। এই জয়ে এশিয়া কাপ সুপার ফোর নিশ্চিতের দিনে বাবা হারানোর দুঃসংবাদ পেলেন ভেল্লালাগে।
কলম্বোয় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভেল্লালাগের বাবা সুরাঙ্গা ভেল্লালাগে। সুরাঙ্গারও নিজেরও ছিল ক্রিকেটের প্রতি নেশা। জয়ের পরপরই ভেল্লালাগেকে তার বাবার মৃত্যুর সংবাদটি জানান শ্রীলঙ্কান টিম ম্যানেজার। আফগানিস্তানের বিপক্ষে গতকাল ৪ ওভারে ৪৯ রান দেন ভেল্লালাগে। শিকার করেন ইব্রাহিম জাদরানের উইকেট।
ভেল্লালাগের বাবার মৃত্যুতে শোক জানিয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস সমবেদনা জানিয়ে ফেইসবুকে লিখেছেন, ‘‘মাথা উঁচু করে চলো দুনিথ ভেল্লালাগে। তোমার বাবা সুরঙ্গা ভেল্লাল্লাগে মারা যাওয়ার খবর শুনে আমি গভীরভাবে দুঃখিত। তিনি নিজেও একজন প্রাক্তন ক্রিকেটার।’’

তাসকিন আহমেদ ফেইসবুকে লিখেন, ‘‘ভেল্লালাগের পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা। যার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে দুঃখজনকভাবে মারা গেছেন। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ শেষ হওয়ার পরপরই মর্মান্তিক সংবাদটি পেয়েছে সে।’’
তাওহিদ হৃদয় লিখেছেন, ‘‘এই কঠিন সময়ে আমার প্রিয় বন্ধু দুনিথ ভেল্লালাগে ও তার পরিবারের প্রতি আমার প্রার্থনা রইল। তারা যেন শক্তি এবং সান্ত্বনা পান।’’



