যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার। বাংলাদেশ আর দক্ষিণ আফ্রিকার কাছে হেরে একপ্রকার নিশ্চিত হয়ে যায় সুপার এইট খেলতে না পারাটা। এরপর নেপালের সঙ্গে বৃষ্টিতে খেলাই হয়নি। আর আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা ছিল শুধুই আনুষ্ঠানিকতার।
সেই ম্যাচে ডাচদের ৮৩ রানের বড় ব্যবধানে হারাল শ্রীলঙ্কা। লঙ্কানদের ৬ উইকেটে ২০১ রানের জবাবে নেদারল্যান্ডস গুটিয়ে যায় ১১৮ রানে। ২১ বলে ৪৬ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার চারিথ আসালঙ্কার।
এছাড়া কুশল মেন্ডিস ২৯ বলে ৪৬, অ্যাঞ্জেলো ম্যাথুস ১৫ বলে ৩০* ও ভানিন্দু হাসারাঙ্গা ৬ বলে করেন ২০*। নেদারল্যান্ডসের হয়ে সবচেয়ে বেশি সমান ৩১ রান করেছিলেন মাইকেল লেভিট ও স্কট এডওয়ার্ডস। ৩ উইকেট নুয়ান তুসারার।
বড় জয়ে বিশ্বকাপ শেষ করলেও সুপার এইটে পৌঁছতে না পারায় হতাশাই জানালেন অধিনায়ক হাসারাঙ্গা, ‘‘প্রথম দুই ম্যাচে পাওয়ার প্লেতে ২-৩ উইকেট হারিয়ে পিছিয়ে পড়েছিলাম। নইলে অন্যরকম ফল হতে পারত। যাই হোক, হতাশার দুই হারের পর বড় জয়ে বিশ্বকাপ শেষ করতে পারাটা আমাদের জন্য ভালো। এই উইকেটে ১৬০-১৭০ আশা করেছিলাম। সেখানে ২০০ করতে পারাটা সন্তুষ্টির।’’
হতাশা ঝড়ল ম্যাচ সেরা আসালঙ্কার কণ্ঠেও, ‘‘প্রথম দুই ম্যাচ হারাটা আমাদের জন্য হতাশার। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে শেষ করলাম বিশ্বকাপটা।’’