রাজ কুমার রাও অভিনীত বায়োগ্রাফি সিনেমা শ্রীকান্ত মুক্তির প্রথম দিনেই বাজিমাত করেছে; এদিন এই সিনেমার আয় ছিল ২ কোটি ২৫ লাখ রুপি।
ভারতে প্রেক্ষাগৃহে ১০ মে হলিউডের ‘কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য এপস’ সিনেমার সঙ্গে জোর টক্কর দিয়েছে বলিউডের সিনেমা শ্রীকান্ত। অবশ্য এদিন হলিউডের এই সিনেমাও শ্রীকান্তের সমপরিমাণ ব্যবসা করেছে।
ভারতের শিল্পপতি শ্রীকান্ত বল্লার জীবন কাহিনী নিয়ে নির্মিত সিনেমা শ্রীকান্ত পরিচালনা করেছেন তুষার হীরানন্দিনী।
রাজ কুমার রাও ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন ‘জাওয়ানি জানেমান’ খ্যাত আলিয়া ফার্নিচারওয়ালা, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির নিয়মিত মুখ জ্যোতিকা সারাভানান এবং শরদ কেলকার।
হালে সত্য ঘটনা বা জীবনীমূলক কাহিনীর ‘টুয়েলভথ ফেইল’, ‘লাপাতা লেডিস’, ‘মাদগাঁও এক্সপ্রেস’ এবং ‘স্বতন্ত্র বীর সাভারকার’ সিনেমাগুলো সাড়া জাগিয়েছিল।
ভারতের সংবাদমাধ্যম অবশ্য এখন ‘শ্রীকান্ত’ সিনেমাটিকেই এগিয়ে রাখছে। কারণ ওই সিনেমাগুলোর কোনোটিই অভিষেক দিনে শ্রীকান্তর সমান আয়ের মুখ দেখেনি।
তবে বলিউড সিনে পাড়ার বোদ্ধারা বলছেন, আসছে সোমবারে বোঝা যাবে সাড়া সপ্তাহ কেমন ব্যবসা করবে শ্রীকান্ত।
জগদ্বীপ শিধু এবং সুমিত পুরোহিত লিখেছেন এই সিনেমার গল্প। দৃষ্টি প্রতিবন্ধী শিল্পপতি শ্রীকান্ত বল্লার জীবনযুদ্ধ নিয়ে নির্মিত এই সিনেমায় রাজ কুমার রাও কাজ করেছেন নাম ভূমিকায়।
সিনেমা মুক্তির আগে রাজ কুমার রাও ভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “সত্যি বলতে আমি পরিকল্পনা করে এমন চরিত্রে কাজ করিনি।
“যখন যে চরিত্রে কাজ করি ওটাই আমার স্বপ্নের চরিত্র। আমি শুধু চরিত্র আর গল্পের প্রতি মনযোগ দেই। আমি নিশ্চিত আমার জন্য আরও কত কী অপেক্ষা করছে! যেমন দুই-তিন বছর আগেও আমি জানতাম না শ্রীকান্ত চরিত্রে আমার কাজ করা হবে। কিন্তু এটা তো হলো।”
“অভিনেতা হিসেবে এখনও আমার অনেক কিছু করার আছে। এরচেয়েও চ্যালেঞ্জিং চরিত্র হয়তো আমার জন্য অপেক্ষা করছে।”
‘লুডো’ খ্যাত রাজ কুমার রাও ‘কাই পো চে’ এবং ‘শহীদ’ সিনেমায় কাজ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন।
২০১২ সালের ‘শহীদ’ সিনেমা তাকে সেরা অভিনেতা ক্যাটাগরিতে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড জিতিয়ে দেয়। একই ক্যাটাগরিতে এই সিনেমা তাকে এনে দেয় ফিল্মফেয়ার ক্রিটিকস অ্যাওয়ার্ড।
‘শ্রীকান্ত’ সিনেমাটি প্রযোজনা করেছে টি-সিরিজ এবং চক এন চিজ ফিল্মস প্রোডাকশন এলএলপি।