এসএসসি পরীক্ষার্থী কেউ যদি যানজটে আটকে যান, তাহলে ফোন করবেন জরুরি সেবার হটলাইন ৯৯৯ এ। দ্রুতগতির যান নিয়ে হাজির হয়ে যাবে পুলিশ।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য এমন প্রস্তুতি নিয়ে রেখেছে ঢাকা মহানগর পুলিশ।
এজন্য প্রস্তুত করা হয়েছে কুইক রেসপন্স টিম (কিউআরটি)। চলতি পথে পরীক্ষার্থীদের যে কোনও সমস্যা সমাধানে এই টিম কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান।
তিনি সকাল সন্ধ্যাকে বলেন, “পরীক্ষার্থীদের তাৎক্ষণিক ঘটে যাওয়া সমস্যার সমাধানে ডিএমপির ট্রাফিক বিভাগের প্রতিটি জোনে আলাদা আলাদা কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকবে। সঙ্গে মোটরসাইকেল ও পুলিশের নিজস্ব পরিবহন প্রস্তুত থাকবে।”
বৃহস্পতিবার সকাল ১০টায় সারাদেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ লাখ ২৪ হাজার ১৯২ শিক্ষার্থী। দুপুর ১টায় শেষ হবে প্রথম দিনের পরীক্ষা।
প্রতিবারই দেখা যায়, বিশেষ করে ঢাকায়, অনেক পরীক্ষার্থী যানজটের কারণে দেরিতে পৌঁছান কেন্দ্রে। আবার ভুল করে অন্য কেন্দ্রে চলে যাওয়ার নজিরও রয়েছে। দুর্ঘটনায় পড়ার ঘটনাও ঘটে।
সেই সব সমস্যার তাৎক্ষণিক সমাধান দিতেই কাজ করবে পুলিশের কুইক রেসপন্স টিম। গত কয়েক বছর ধরে এই কাজটি করে আসছে তারা।
যা নিয়ে প্রস্তুত কুইক রেসপন্স টিম
অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান সকাল সন্ধ্যাকে বলেন, “যেসব পুলিশ সদস্য মোটরসাইকেল চালাতে বেশি পারদর্শী, কুইক রেসপন্স টিমে তাদেরকেই রাখা হয়েছে।
“যেন কেন্দ্র ভুল করে অন্য কেন্দ্রে যাওয়া, প্রবেশপত্র বাসায় রেখে আসা পরীক্ষার্থীদের যেন দ্রুত কেন্দ্রে পৌঁছে দিতে পারেন।”
এর আগে মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ডিএমপির ট্রাফিক পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করেন মুনিবুর রহমান।
সেখানে তিনি জানিয়েছিলেন, পরীক্ষার্থীদের যে কোনও অসুবিধা মোকাবেলা করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের প্রতিটি জোনে আলাদা আলাদা কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকবে।
ডিএমপির ট্রাফিক বিভাগের এটিএসআই শাহা আলম সকাল সন্ধ্যাকে বলেন, “আমাদের ট্রাফিকের ডিসি স্যারের নির্দেশনা রয়েছে; রাস্তায় যে কোনও পরীক্ষার্থী সমস্যায় পড়লে যেন দ্রুত সমাধান করে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। অবশ্য এটা নির্দেশ দেওয়ার কিছু নেই। নাগরিক হিসেবেও এটি আমাদের দায়িত্ব মনে করি।”
পরীক্ষার্থীদের প্রতি পরামর্শ
ঝঞ্ঝাটমুক্তভাবে পরীক্ষা দিতে কেন্দ্র রওনা হওয়ার আগে প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র এবং কলম সঙ্গে নিতে পরীক্ষার্থীদের পরামর্শ দিয়েছে ডিএমপি। যানজটের কথা মাথায় রেখে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হতে বলা হয়েছে।
দুর্ঘটনা এড়াতে পরীক্ষার্থী ও অভিভাবকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে পুলিশ। মোটরসাইকেলে গেলে অবশ্যই হেলমেট পরতে বলা হয়েছে।
পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অযাচিতভাবে গাড়ি না রাখার অনুরোধ রেখে পুলিশ। পরীক্ষা কেনেদ্রর বাইরে সড়কে ভিড় করে যান চলাচলে ব্যাঘাত না ঘটাতেও বলা হয়েছে।
৩৭০০টি কেন্দ্রে ২০ লাখ পরীক্ষার্থী
এবছর এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭০০টি কেন্দ্রে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা পরীক্ষা হবে।
সূচি অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। এরপর ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ শুরু হয়ে শেষ হবে ২০ মার্চ। কারিগরির লিখিত পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ শুরু হয়ে শেষ হবে ২১ মার্চ। দাখিল পরীক্ষা শেষ হবে ১৪ মার্চ। আর ব্যবহারিক পরীক্ষা ১৬ মার্চ শুরু হয়ে শেষ হবে ৩০ মার্চ।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা কমিটিতে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া সোশাল মিডিয়ায় প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব কিংবা একাজে তৎপর চক্রগুলোর কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো নজরদারি জোরদার করবে। প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা নেবে।
পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর: ০২২২৩৩৫৬৭৮০ এবং মোবাইল নম্বর: ০১৭৭৭-৭০৭৭০৫, ০১৭৪৯-৯৩৪৪১২ ও ই মেইল : examcontrolroom@moedu.gov.bd|।
ঢাকা শিক্ষা বোর্ডের কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর: ০২২২৩৩৬৯৮১৫, ০২৫৮৬১০০৭১ এবং মোবাইল নম্বর: ০১৭১৪৯৯৪০৭৩, ০১৭৫৬১০৩১৫২ ও ই-মেইল : controller@dhakaeducationboard.gov.bd