Beta
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

সেন্টমার্টিন

কক্সবাজার-সেন্টমার্টিন পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে এই মৌসুমে আর প্রবাল দ্বীপটিতে ভ্রমণে যেতে পারবেন না পর্যটকরা।

মূলত রমজান মাস, জেটি সংস্থাপন এবং আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে এই রুটে পর্যটকবাহী জাহাজ কোম্পানিগুলো।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান জানান, সোমবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ থাকছে। এই মৌসুমে সাধারণত ৩১ মার্চ পর্যন্ত এই পথে জাহাজ চলাচল করে। কিন্তু এবার মার্চের প্রথম অংশে রোজা শুরু হওয়ায় জাহাজ কোম্পানিগুলো জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে।

কর্ণফুলি ক্রুজলাইনের প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল আলম বলেন, “ইনানী জেটি সংস্থাপনের কাজ এবং এপ্রিল মাসের আবহাওয়া ও কাল বৈশাখী ঝড়ের কথা বিবেচনা করে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রমজান মাস এবং ঈদুল ফিতরে এমভি বারো আউলিয়া ও কর্ণফুলি এক্সপেস জাহাজ চলাচল বন্ধ থাকবে।

“মূলত চলতি মৌসুমে জাহাজ চলাচলের ইতি টানা হয়েছে। আশা করি, আগামী পর্যটন মৌসুম সেপ্টেম্বর মাস থেকে পর্যটকবাহী সব জাহাজ কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে আবার চলাচল করবে।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত

Add New Playlist