দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন দেশের পুঁজিবাজার ইতিবাচক ধারায় ফিরেছে। ভোটের পর প্রথম কার্যদিবস সোমবার দেশের দুই বাজারেই মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও।
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ২৫ দশমিক ৩৪ পয়েন্ট। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫৯ দশমিক ৬১ পয়েন্ট।
এটিই গত কয়েক মাসের মধ্যে দুই বাজারে সূচকের সর্বোচ্চ উত্থান। যদিও সূচক যতটা বেড়েছে, লেনদেন সে তুলনায় বাড়েনি।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের শঙ্কা ছিল। কিন্তু বড় ধরনের কোনও সংঘাত ছাড়া নির্বাচন সম্পন্ন হওয়ায় বিনিয়োগকারীরা কিছুটা শঙ্কামুক্ত হয়েছেন।
সোমবার ডিএসইতে ৪৪১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই অঙ্ক নির্বাচনের আগে শেষ কার্যদিবস গত ৪ জানুয়ারির চেয়ে প্রায় ১০০ কোটি টাকা বেশি।
সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৯ দশমিক ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৩৬৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ১০২ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৪৪টির ও অপরিবর্তিত ছিল ১৬৯টির দর।
অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৯ দশমিক ৬১ পয়েন্ট কমে নেমেছে ১৮ হাজার ৫৬৮ দশমিক ১৪ পয়েন্টে।
১৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বাড়ে ৬৯টির, কমে ২০টির ও অপরিবর্তিত থাকে ৭২টির দর।
ভোটের পরের দিনের বাজার বিশ্লেষণ করেছেন ডিএসইর বর্তমান পরিচালক ও সাবেক সভাপতি শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাকিল রিজভী।
সকাল সন্ধ্যাকে তিনি বলেন, ‘‘নির্বাচন নিয়ে যে ভয়-আতঙ্ক ছিল, সেটা কেটে গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ হয়েছে। রাজনীতি নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা আর নেই। সে কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসতে শুরু করেছে। বাজার ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে।’’
আগামী দিনগুলোতে বাজার ভালো হবে বলে আশার কথা শোনান এই বাজার বিশ্লেষক।
তিনি বলেন, “সোমবার বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কিছুটা বেড়েছে, তাতে সূচক বেড়েছে। আর সূচকের এ উত্থানে ব্যাংক খাতের কিছু শেয়ারের মূল্যবৃদ্ধিতে বড় প্রভাব রয়েছে।
‘‘শেয়ারবাজারে দীর্ঘদিন ধরে ব্যাংক খাতের শেয়ারের দামে কোনও নড়াচড়া ছিল না। কিন্তু নির্বাচনের পর আজ প্রথম কার্যদিবসে কয়েকটি ব্যাংকের শেয়ারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটেছে। এছাড়া ভালো মৌলভিত্তির কয়েকটি কোম্পানির শেয়ারের দামও বেড়েছে। এটি বাজারের জন্য ইতিবাচক।”
“যদিও বাজারে চ্যালেঞ্জ আছে। সুদের হার বেড়েই চলেছে। বাজারে ডলার সংকট আছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনও লাগছে। সব মিলিয়ে দুশ্চিন্তা কাটেনি।”