Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

আকর্ষণীয় শেয়ারে ক্রয়চাপে চাঙাভাব পুঁজিবাজারে

ঢাকার একটি ব্রোকারেজ হাউসে পুঁজিবাজারের লেনদন পর্যবেক্ষণ করা হচ্ছে। ছবি : সকাল সন্ধ্যা
ঢাকার একটি ব্রোকারেজ হাউসে পুঁজিবাজারের লেনদন পর্যবেক্ষণ করা হচ্ছে। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ঈদের পর দ্বিতীয় কার্যদিবসে চাঙাভাবে দেখা দিয়েছে দেশের পুঁজিবাজারে। দুই বাজারেই মূল্যসূচকের উল্লম্ফন হয়েছে, বেড়েছে লেনদেনের পরিমাণ।

ঈদুল আজহা উদযাপনের পর প্রথম কার্যদিবস বুধবার দেশের ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের আনাগোনা কম থাকলেও দ্বিতীয় কার্যদিবস বৃহস্পতিবার বেড়েছে। এদিন স্বল্প-মেয়াদে লাভের আশায় সুযোগ-সন্ধানী বিনিয়োগকারীরা বিভিন্ন খাতের আকর্ষণীয় ও তুলনামূলক সস্তা শেয়ারগুলো কিনতে ঝোঁকেন।

বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮২ দশমিক ৭৪ পয়েন্ট বা ১ দশমিক ৬০ শতাংশ বেড়ে ৫ হাজার ২৪৪ দশমিক ১২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৮ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৭৮৬ দশমিক ৮২ পয়েন্টে। শতাংশ হিসাবে বেড়েছে ১ দশমিক ২২ শতাংশ।

ঈদের তিন দিন (১৬ থেকে ১৮ জুন) এবং সাপ্তাহিক দুই দিনের (১৪ ও ১৫ জুন) ছুটির পর বুধবার লেনদেন শুরু হয় পুঁজিবাজারে। ওই দিন ডিএসইএক্স বেড়েছিল ৪৩ দশমিক ৫৭ পয়েন্ট। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছিল ৬১ দশমিক ২২ পয়েন্ট।

এ নিয়ে ঈদের ছুটির পর দুই দিনে (বুধ ও বৃহস্পতিবার) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২৬ দশমিক ৩১ পয়েন্ট। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৩৯ দশমিক ৫৭ পয়েন্ট।

বৃহস্পতিবার লেনদেনও বেড়েছে দুই বাজারে। ডিএসইতে আগের দিনের চেয়ে প্রায় ৮৪ শতাংশ লেনদেন বেড়েছে; লেনদেন হয়েছে ৪৫২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন বুধবার লেনদেনের অঙ্ক ছিল ২৪৬ কোটি ৪৪ লাখ টাকা, যা ছিল গত ১৬ মাসের মধ্যে সবচেয়ে কম।

২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি এই বাজারে ২৩১ কোটি টাকা লেনদেন হয়েছিল। ঈদের ছুটির আগে শেষ লেনদেন দিবস ১৩ জুন লেনদেনের অঙ্ক ছিল ৪২৩ কোটি ১৪ লাখ টাকা।

সিএসইতে বৃহস্পতিবার ১২১ কোটি ৬৩ লাখ টাকা লেনদেন হয়েছে। বুধবার লেনদেন হয়েছিল মাত্র ৬ কোটি ৮৭ লাখ টাকা।

ঈদের পর পুঁজিবাজারের এই ইতিবাচক ধারায় সন্তোষ প্রকাশ করে পুঁজিবাজার বিশ্লেষক ডিএসইর বর্তমান পরিচালক ও সাবেক সভাপতি শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাকিল রিজভী।

সকাল সন্ধ্যাকে তিনি বলেন, “ঈদের আমেজ এখনও পুরোপুরি কাটেনি। অনেক বিনিয়োগকারী এখনও ঢাকায় ফেরেননি। এরপরও বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। এটা খুবই ভালো।

“ঈদের ছুটির আগেও দুই দিন সূচক বেড়েছিল। সব শেয়ারের দাম কমতে কমতে অনেক নিচে নেমে গিয়েছিল। এই দামে শেয়ার কিনলে লোকসানের আশঙ্কা খুবই কম। সে কারণেই বিনিয়োগকারীরা বাজারমুখী হয়েছেন; দেখেগুনে শেয়ার কিনছেন। সূচক বাড়ছে। মনে হচ্ছে, বাজার এখন ভালোর দিকে যাবে।”

দীর্ঘদিন ধরে দেশের পুঁজিবাজারে মন্দা চলছে। ছোট-বড় সব বিনিয়োগকারীই হতাশ। অনেক বিনিয়োগকারী বাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন।

এই অবস্থায় গত ৬ জুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রায় আট লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। তাতে ৬ দশমিক ৭৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির (জিডিপি প্রবৃদ্ধি) অর্জনের লক্ষ্য ধরা হয়েছে। অর্থনীতির সবচেয়ে উদ্বেগজনক সূচক মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছে।

তবে পুঁজিবাজারে মন্দা কাটাতে কোনও দিকনির্দেশনা ছিল না নতুন বাজেটে। উল্টো মূলধনি মুনাফা বা ক্যাপিটাল গেইনের ওপর ছিল করের প্রস্তাব। এই অবস্থায় বাজেট পেশের পরও দরপতন অব্যহত থাকে বাজারে।

বাজেট উপস্থাপনের পর প্রথম লেনদেন দিবস ৯ জুন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ দশমিক ৭৬ পয়েন্ট বা ১ দশমিক ২৫ শতাংশ কমে ৫ হাজার ১৭১ দশমিক ৫৬ পয়েন্টে নেমে আসে। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১০৬ দশমিক ৩৬ পয়েন্ট বা দশমিক ৭১ শতাংশ কমে ১৪ হাজার ৮৪০ দশমিক ৪৮ পয়েন্টে নামে।

পরের দিন ১০ জুন ডিএসইএক্স আরও ৬৫ দশমিক ৬৭ পয়েন্ট বা ১ দশমিক ২৬ শতাংশ কমে ৫ হাজার ১০৫ দশমিক ৮৮ পয়েন্টে নেমে আসে। সেদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬২ দশমিক ৩৬ পয়েন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ কমে ১৪ হাজার ৬৭৮ দশমিক ৩৬ পয়েন্টে নামে।

১১ জুন ডিএসইএক্স আরও ৩৫ দশমিক ৮৭ পয়েন্ট কমে ৫ হাজার ৭০ পয়েন্টে নেমে আসে। ওই সূচক ছিল ৪২ মাস বা সাড়ে তিন বছরের মধ্যে সবচেয়ে কম।

তবে ঈদের ছুটির আগে দুই দিনে (১২ ও ১৩ জুন) ডিএসইএক্স ৪১ পয়েন্টের মতো বেড়ে ৫ হাজার ১১৭ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করছিল।

বাজেট পেশের আগে ডিএসইসহ বাজারসংশ্লিষ্ট সব পক্ষের দাবি ছিল, ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের ক্ষেত্রে নতুন করে যেন কর আরোপ করা না হয়। কিন্তু বাজেট প্রস্তাবে পুঁজিবাজারে ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের ৫০ লাখ টাকার বেশি মুনাফায় কর আরোপের প্রস্তাব করেন অর্থমন্ত্রী মাহমুদ আলী।

উদাহরণ হিসেবে ধরা যাক, সেকেন্ডারি বাজারে শেয়ার লেনদেন করে কোনও বিনিয়োগকারী এক বছরে ৫৫ লাখ টাকা মুনাফা করলে তার ৫০ লাখ টাকা পর্যন্ত করমুক্ত থাকবে, বাকি ৫ লাখ টাকা মুনাফা ওই বিনিয়োগকারীর মোট আয়ের সঙ্গে যুক্ত হবে।

তাতে ওই বিনিয়োগকারীর নির্দিষ্ট একটি অর্থবছরে তার মোট আয়ের ওপর যে হারে কর প্রযোজ্য হবে, সেই হারে কর দিতে হবে।

তবে কোনও বিনিয়োগকারী যদি কোনও শেয়ার একটানা ৫ বছর ধরে রেখে ৫০ লাখ টাকার বেশি মুনাফা করে, সেক্ষেত্রে ওই মুনাফার ওপর ১৫ শতাংশ হারে কর আরোপ হবে।

বৃহস্পতিবারের বাজার পরিস্থিতি

চলতি বছরের ফেব্রুয়ারিতে ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর থেকে পুঁজিবাজারে টানা দরপতন চলছে। এই সময়ে প্রায় দেড় লাখ কোটি টাকার বাজার মূলধন হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। পতন ঠেকাতে তিন শতাংশের সার্কিট ব্রেকার দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তারপরও ধারাবহিক দরপতন ঘটতে থাকে দুই বাজারে।

বাজেট পেশের আগে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স পড়তে পড়তে ৫ হাজার ২৫০ পয়েন্টের নিচে নেমে এসেছিল। বাজেট প্রস্তাবের দিন ৬ জুন ডিএসইএক্স ছিল ৫ হাজার ২৩৭ দশমিক ৩২ পয়েন্ট।

ঈদের ছুটির আগে ১৩ জুন শেষ লেনদেন দিবসে ডিএসইএক্স ছিল ৫ হাজার ১১৭ দশমিক ৮১ পয়েন্ট।

তবে ঈদের ছুটির পর বুধ ও বৃহস্পতিবার- দুই দিনের লেনদেনে ডিএসইএক্স ১২৬ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪৪ দশমিক ১২ পয়েন্টে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২৪ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৬ দশমিক শূন্য ৫ পয়েন্ট দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ৩১ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৫ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৮ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৭৮৬ দশমিক ৮২ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে বেড়েছে ২৮৮টির। কমেছে ৫৫টির। আর অপরিবর্তিত ছিল ৫০টির দর।

এদিন সিএসইতে ১৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২২টির। কমেছে ৪৮টির। আর অপরিবর্তিত ছিল ২৯টির দর।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত