শীতকাল শেষ করে বসন্ত শুরু হয়েছে সপ্তাহ দুইয়ের বেশি আগে। চৈত্র আসতে আরও ১০ দিন বাকি থাকলেও বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এরই মধ্যে তাপপ্রবাহ ও কালবৈশাখী আসার খবর দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মার্চে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসে।
রবিবার প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে গাছে গাছে ধরতে শুরু করেছে আমের মুকুল। চলতি মাসে কালবৈশাখী ঝড় হলে আমের মুকুল ঝরে পড়ার আশঙ্কা রয়েছে, যা এ বছরের আমের ফলনে প্রভাব ফেলতে পারে।
মার্চে এক থেকে দুটি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে জানিয়ে বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্চের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এ সময়ে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে।
বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মার্চে দেশে দুই থেকে তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হতে পারে। এছাড়া একদিন তীব্র কালবৈশাখী হওয়ারও সম্ভাবনা রয়েছে।
তবে মার্চে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে বিশেষ বিজ্ঞপ্তিতে।