Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

আটকা পড়া পর্যটকরা সাজেক ছাড়বেন আজ

sajek
[publishpress_authors_box]

খাবার, পানি ও বিদ্যুতের সংকট এবং নানা আশঙ্কা কাটিয়ে অবশেষে ঘরে ফিরতে যাচ্ছেন রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে আটকা পড়া প্রায় দেড় হাজার পর্যটক।

পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের কারণে গত শনিবার থেকে সাজেকে আটকা পড়েন তারা। মঙ্গলবার অবরোধ শেষ হওয়ায় তাদের ফেরার ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না।

সাজেক ভ্যালি রাঙ্গামাটির বাঘাইছড়ি এলাকার একটি পর্যটনকেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে এর দুটি পাড়ার উচ্চতা প্রায় ১৭২০ ফুট ও ১ হাজার ৮০০ ফুট। ফলে জীবনধারনের প্রয়োজনীয় সব সামগ্রীর জন্য এই এলাকা ৪০ কিলোমিটার দূরের বাঘাইহাট বাজারের ওপর নির্ভরশীল।

অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় সাজেকে নেওয়া যায়নি জ্বালানি তেল। যে কারণে পর্যটনকেন্দ্রগুলোয় দেখা দেয় বিদ্যুৎ ও পানির সংকট। সরবরাহ ছিল না পর্যাপ্ত খাবারেরও।

অন্যান্য ছুটির দিনের মতো শুক্রবার থেকেই সাজেকে ভিড় করতে শুরু করেন পর্যটকরা। তাদের অনেকেরই শনিবার ফেরার কথা ছিল। কিন্তু ইউপিডিএফের সমর্থনে শনিবার সকাল ৬টা থেকে টানা ৭২ঘন্টার অবরোধের কারণে তারা ফিরতে পারেননি।

ফলে সেখানে আটকা পড়েন নারী, শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। অনেক চাকরিজীবী ছুটি শেষ হওয়ার পরেও কর্মস্থলে ফিরতে পারেননি অবরোধের কারণে।

সাজেক কটেজ মালিক সমিতি জানিয়েছে, প্রায় দেড় হাজার পর্যটক ও ১৭৮টি পর্যটক বহনকারী গাড়ি শনিবার থেকে আটকা পড়ে ছিল। এর মধ্যে জ্বালানি তেলের সংকটের কারণে জেনারেটরের মাধ্যমে সরবরাহ করা বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দিতে হয়। আবার জ্বালানি তেল না থাকায় পানি সরবরাহও বাধাগ্রস্ত হয়েছে।

পর্যটক ছাড়াও সাজেকে শতাধিক কটেজ ও রেস্টুরেন্টের মালিক-কর্মচারী রয়েছেন। তারাও পড়েছেন বিপাকে। সব মিলিয়ে প্রায় তিন হাজার মানুষের খাবার মজুদ না থাকায় দেখা দেয় খাদ্য সংকট।

সাজেক অবকাশ কটেজের স্বত্ত্বাধিকারী বিজয় ঘোষ জানান, বিদ্যুৎ না থাকায় গরমে অসুস্থ হয়ে পড়েন কটেজের অনেক পর্যটক।

তিনি জানান, সাজেক ভ্যালিতে সাধারণত অগ্রিম খাবার মজুদ রাখা হয় না। ৪০ কিলোমিটার দূরের বাঘাইহাট বাজার থেকে খাবার কেনা হয়। কিন্তু অবরোধের কারণে সেটি সম্ভব হয়নি। এতে অনেক রেস্তোরাঁ বন্ধ করে দিতে হয়।

রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, অবরোধে আটকা পড়া অনেক পর্যটকের সঙ্গেই তারা কথা বলেছেন। মঙ্গলবার অবরোধ শেষ হয়ে যাওয়ায় তারা নিরাপদে ফিরতে পারবেন বলেই প্রত্যাশা জেলা প্রশাসকের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত