Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

‘স্ত্রী টু’ কি অকল্পনীয় সব রেকর্ডের পথে এগিয়ে যাচ্ছে

Stree-2
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

চতুর্থ সপ্তাহে এসেও বক্স অফিস জমিয়ে রেখেছে ‘স্ত্রী টু’। মুক্তির তৃতীয় সপ্তাহ শেষে আয় করেছে ৫০০ কোটি রুপিরও বেশি। ‘স্ত্রী টু’র এই রেকর্ড যাত্রায় ভেঙে যেতে পারে আরেক বলিউড সিনেমা ‘গাদার টু’ এর লাইফটাইম রেকর্ড। মুক্তির ২৩ দিন পর সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫০৫.৫০ কোটি রুপি।  

সানি দেওল অভিনীত ‘গাদার টু’ মুক্তির চতুর্থ সপ্তাহে আয় করেছিল ৫২৫.৭ কোটি রুপি। ধারণা করা হচ্ছে ‘স্ত্রী টু’ ভেঙে ফেলবে এই রেকর্ড। 

মজার ব্যাপার হলো, বৈশ্বিক অঙ্গনে ‘স্ত্রী টু’ ইতিমধ্যে ‘গাদার টু’ এর চাইতে বেশি ব্যবসায় করেছে। হরর কমেডি মুভিটি ২৩ দিনে সারাবিশ্বে আয় করেছে ৭১৫.৭৫ কোটি রুপি। যেখানে সানি দেওল অভিনীত অ্যাকশন মুভি ‘গাদার টু’ সারাবিশ্বে আয় করেছিল ৬৮৬ কোটি রুপি।

চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করেন, অমর কৌশিক পরিচালিত সিনেমাটি ‘পাঠান’, ‘অ্যানিমেল’ এবং ‘জওয়ান’ এর মতো বলিউড সুপারহিটের নেট আয়’ও ছাড়িয়ে যাবে। পরিণত হবে ভারতের বক্স অফিসে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্রে।

বিশ্লেষকরা আরও মনে করেন, শীঘ্রই বলিউডে প্রভাব বিস্তারকারী নতুন সিনেমা মুক্তির সম্ভাবনা ক্ষীণ। আর এই সুযোগে ‘স্ত্রী টু’ ছুঁয়ে ফেলবে অকল্পনীয় সব রেকর্ড। রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমাটি ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ইতিহাসের আরও বড় বড় রেকর্ডের মালিক হবে বলে অনেকের অনুমান। বলিউডের পঞ্চম সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের রেকর্ডটি ইতিমধ্যেই নিজের করে নিয়েছে সিনেমাটি।      

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত