ভাতা বাড়ানো, বকেয়া ভাতা পরিশোধসহ চার দাবিতে গত চার দিন ধরে কর্মবিরতিতে থাকা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা আপাতত কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। আন্দোলনরত চিকিৎসকরা জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে আপাতত কর্মসূচি প্রত্যাহারের এই ঘোষণা দেওয়া হলো।
বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে সাক্ষাৎ শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন জানিয়েছেন, আপাতত এক মাসের জন্য তারা কর্মসূচি স্থগিত রাখছেন। দাবি পূরণ না হলে ঈদের পর আবারও কর্মবিরতিতে যাবেন।
তিনি বলেন, “স্বাস্থ্যমন্ত্রী বলেছেন আমাদের দাবিগুলো যৌক্তিক এবং এর সঙ্গে তিনি একমত।”
এর আগে বিকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিজেদের দাবি-দাওয়ার বিষয়ে সভা করেন আন্দোলনরত পোস্ট গ্রাজুয়েট ও ইন্টার্ন চিকিৎসকরা। সভার পরই স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান চিকিৎসকরা।
মিটফোর্ড হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সকাল সন্ধ্যাকে এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, তাদের দাবি-দাওয়া শোনেন।
তিনি বলেন, “বর্তমান বাজারে বেতন না বাড়ালে তাদের জন্য জীবনধারণ কষ্টকর হয়ে যাবে। আমি প্রথমদিন থেকেই তাদের দাবির সঙ্গে একমত। এটা কোনও অযৌক্তিক দাবি না। এই চিকিৎসকরাই হাসপাতালের মূল চালিকাশক্তি।
“তারা খেয়ে না খেয়ে হাসপাতালের রোগীদের সেবা করেন। সিনিয়র চিকিৎসকরা রাউন্ড দিয়ে চলে গেলে এই ইন্টার্ন চিকিৎসকরাই রোগীদের নানারকম অসুবিধার দেখভাল করেন। কাজেই তাদের দাবিগুলোর যৌক্তিকতা বুঝে আমি নিজে ফাইল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি।”
প্রধানমন্ত্রী সেই ফাইল গ্রহণ করেছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি অতি দ্রুত দেশের ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বৃদ্ধির বিষয়টির সুরাহা করতে উদ্যোগ নেবেন, তাদের দাবি বাস্তবায়নে কাজ করবেন।
সেইসঙ্গে প্রধানমন্ত্রী চিকিৎসকদের কাজে ফিরে যেতে বলেছেন, জানান সামন্ত লাল সেন।
দ্রুততম সময়ের মধ্যে আন্দোলনরত চিকিৎসকদের ভালো খবর দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনিদের ভাতা ৫০ হাজার টাকা করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন চিকিৎসকরা। আন্দোলনের মুখে গতবছর ভাতার পরিমাণ ২০ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়, যদিও সে নিয়ে চিকিৎসকরা সন্তুষ্ট নন। আর ইন্টার্ন চিকিৎসকরা ১৫ হাজার টাকা ভাতা পান, তারা সেটি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছেন।
গত শনিবার চার দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন চিকিৎসকরা। পরে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস দেন সামন্ত লাল সেন, তিনি রবিবার পর্যন্ত সময় চান। কিন্তু সেখানে কোনও সমাধান না পাওয়াতে দাবি পূরণের সুনির্দিষ্ট দিন তারিখ পেয়ে রবিবার থেকে সারা দেশে কর্মবিরতি শুরু করেন এই চিকিৎসকরা।
দেশে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসক আছেন প্রায় আট হাজার, ইন্টার্ন চিকিৎসক আছেন চার হাজার। সব মিলিয়ে কর্মবিরতিতে ছিলেন প্রায় ১২ হাজার চিকিৎসক।