Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

ভারতীয় আগ্রাসনের সঙ্গে মজবুত হবে বাংলাদেশের ঐক্য : মুজিবুর রহমান

জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত মতবিনিময় সভা। ছবি : সকাল সন্ধ্যা
জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত মতবিনিময় সভা। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

বাংলাদেশে ভারতীয় আগ্রাসন যত বাড়বে, দেশের মানুষের মধ্যে ঐক্যও তত মজবুত হবে বলে মনে করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান। 

তিনি বলেন, “ভারতের বোঝা উচিত, তাদের আগ্রাসন যত জোরদার হবে, বাংলাদেশে ঐক্য তত মজবুত হবে।”

ছাত্র-গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছে দেশে ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক দল। সেসব বৈঠকের প্রসঙ্গ টেনে জামায়াতের নায়েবে আমির বলেন, “সবগুলো দল প্রধান উপদেষ্টার কাছে গিয়ে বলেছে, ‘আমরা দেশের জন্য জীবন দিতে পারি। বাংলাদেশের উপর যে আগ্রাসন চলছে, এই আগ্রাসন আমরা মেনে নিতে পারি না। আমরা সকলে শহীদ হতে রাজি আছি। কিন্তু প্রতিবেশী দেশের এই আগ্রাসন মেনে নিতে পারি না’।”

রবিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। ‘বাংলাদেশ বিরোধী প্রচারণা বা সাম্প্রদায়িক উস্কানি’ শীর্ষক এই মতবিনিময়ের আয়োজন করেছিল গণশক্তি সভা।

তিনি বলেন, “জামায়াতে ইসলামী অথবা ছাত্র শিবিরকে জঙ্গি বলা হয়। তারা নাকি হাত কাটে, রগ কাটে। আমাদের দুজন মন্ত্রী ছিল, যাদের ব্যাপারে এক টাকার দুর্নীতির অভিযোগ আসেনি। কিন্তু, অন্যদের দুর্নীতির অভিযোগ এসেছে। ইসলাম যদি খারাপ হয়, জঙ্গি হয়, মানুষ মারে তাহলে তো আরও আকাম-কুকাম করার কথা। কিন্তু, তাদের কোনও দুর্নীতি পাওয়া যায়নি।”

জামায়াত-শিবিরের নেতাকর্মীদের একটি চক্র জঙ্গি অপবাদ দেওয়ার চেষ্টা করছে অভিযোগ করে মুজিবুর রহমান বলেন, “তারা তো বিড়ি খায় না, মদ খায় না, কোনও মানুষের টাকা ছিনতাই করে না। চরিত্র খারাপ নয়, সবসময় নামাজ পড়ে। মানুষকে ভালো কথা বলে। ভালো মানুষকে যারা জঙ্গি বলে, আসলে তারা জঙ্গি এবং তাদের চরিত্রই খারাপ।

“যারা আয়নাঘর, গায়েবি মামলাসহ বিভিন্নভাবে মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করেছে, তারা এখন দেশ থেকে পালিয়ে গেছে। জুলুম করে জালেম এখন পালিয়ে গেছে। তারা চায় ৫ আগস্টের অভ্যুত্থান যাতে ব্যর্থ হয়। অন্তর্বর্তী সরকার যাতে কোনও ধরনের কাজ করতে না পারে এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা সব ধরনের ষড়যন্ত্র করছে।”

তবে এসব ষড়যন্ত্র সফল হবে না উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য চিরদিন ঐক্যবদ্ধ ছিল। আগামীদিনেও  ঐক্যবদ্ধ হয়ে তারা এ দেশকে রক্ষা করবে। স্বৈরাচার আর কখনও ফিরে আসবে না।”

মতবিনিময়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, “বাংলাদেশকে নিয়ে একটা চক্রান্ত চলছে। অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করতেই এই চক্রান্ত করা হচ্ছে। আমাদের দেশের স্বৈরাচারিনীর পতনকে ভারত ভালোভাবে নেয়নি।

“বাংলাদেশের জনগণের ভারতের সেভেন সিস্টার দখলের কথা মাথায়ও নেই, তাদের এগুলো ভাবার সময়ও নেই। কিন্তু আওয়ামী লীগ সরকার তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে তারা না থাকলে সেভেন সিস্টারে ঝামেলা হবে। সেটাই ভারতের নেতাদের মাথায় ঘুরতে থাকে।”

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়ার সভাপতিত্বে মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল ইসলাম।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত