Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের প্রধান কোচ স্টুয়ার্ট ল

স্টুয়ার্ট ল-এর অধীনে ২০১২ সালে এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। ছবি: টুইটার
স্টুয়ার্ট ল-এর অধীনে ২০১২ সালে এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। ছবি: টুইটার
[publishpress_authors_box]

স্টুয়ার্ট ল একসময় ছিলেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ। তার অধীনেই ২০১২ সালে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে উঠেছিল লাল-সবুজ জার্সিধারীরা। এই অস্ট্রেলিয়ান কোচ এবার দায়িত্ব নিলেন যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের। প্রধান কোচ হিসেবে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন।

নতুন চাকরিতে ল-এর অভিযান শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে। এবারের বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। ঘরের মাঠের বিশ্বকাপের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে বাংলাদেশকে আতিথ্য দেবে তারা।

যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত ল। সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার বলেছেন, “এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হতে পারাটা রোমাঞ্চকর। আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে সামনে ভয়ঙ্কর একটা স্কোয়াড গড়তে পারব।”

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সামনে বড় পরীক্ষা। ঘরের মাঠে তারা খেলবে বাংলাদেশের বিপক্ষে। এই সিরিজ প্রসঙ্গে ল বলেছেন, “প্রথম পরীক্ষা হলো, বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য দলকে প্রস্তুত করা। এরপর ঘরের মাঠের বিশ্বকাপের দিকে তাকানো যাবে, যেটি আমাদের জন্য বিশাল কিছু।”

যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে কোচিংয়ে দারুণ সময় পার করেছেন ল। তিনি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও ছিলেন এই অস্ট্রেলিয়ান।

এছাড়া অস্ট্রেলিয়ার ক্রিকেটে নানা ভূমিকায় দেখা গেছে তাকে, যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলানো।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত