Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

মাদারীপুরে ধাওয়া খেয়ে লেকে ঝাঁপ শিক্ষার্থীর, ৪ ঘণ্টা পর লাশ উদ্ধার

ধাওয়া খেয়ে লেক ধাঁপ দিয়ে নিখোঁজ হয় দুই শিক্ষার্থী। পরে একজনের লাশ পাওয়া যায়। ছবি : সকাল সন্ধ্যা
ধাওয়া খেয়ে লেক ধাঁপ দিয়ে নিখোঁজ হয় দুই শিক্ষার্থী। পরে একজনের লাশ পাওয়া যায়। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

মাদারীপুর সদর উপজেলায় কোটাবিরোধী আন্দোলন করার সময় পুলিশ ও ছাত্রলীগের ধাওয়া খেয়ে লেকে ঝাঁপ দেওয়া এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মাদারীপুর পুলিশ সুপারের বাসভবনের সামনে থেকে ধাওয়া খেয়ে ওই শিক্ষার্থীসহ দুজন শকুনি লেকে ঝাঁপ দেন। পরে একজনের মৃতদেহ পাওয়া যায়। আরেকজনের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে মাদারীপুর পুলিশ সুপারের বাসভবনের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে পুলিশ ও ছাত্রলীগ কর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এ সময় আতঙ্কে দুই শিক্ষার্থীসহ কয়েকজন পুলিশ সুপারের বাসভবনের কাছে শকুনি লেকে ঝাঁপ দেয়। পরে তারা কিছুক্ষণ সাঁতরে লেকের দক্ষিণ প্রান্তের দিকে এগিয়ে যাওয়ার পর দুই শিক্ষার্থী লেকের পানিতে তলিয়ে যায়।

তারা জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল শকুনি লেকে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালায়। দুপুর দেড়টার দিকে লেক থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের দল। ডুবে যাওয়া আরেকজনের লাশ উদ্ধারে অভিযান চলছে।

লেকে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। ছবি : সকাল সন্ধ্যা

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, শকুনি লেকে নিখোঁজ এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের কাজ চলছে। বাকি একজনের সন্ধানে ফায়ার সার্ভিসের একটি দল অভিযান পরিচালনা করছে।

এছাড়া পুলিশ সুপারের বাসভবনের সামনে আন্দোলন করার সময় আন্দোলনকারী পাঁচ শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত