ঢাকা মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে। ভবিষ্যতে এখানকার কোনও শিক্ষার্থীর রাজনীতিতে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সকাল সন্ধ্যাকে জানান উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার।
তিনি বলেন, “পরীক্ষা থাকায় আজ আমি একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে থাকতে পারিনি। তবে রাজনীতি বন্ধের এই সিদ্ধান্তের কথা শুনেছি। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী আমাকে এই কথা জানিয়েছেন।
এ বিষয়ে শফিকুল আলম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস, শহীদ ডা. ফজলে রাব্বি ছাত্রাবাস এবং ডা. আলীম চৌধুরী ছাত্রীবাসে সব ধরনের ছাত্র রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, অন্যান্য এবং নতুনভাবে গঠিত কোনও ছাত্র সংগঠন) স্থায়ীভাবে নিষিদ্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে কোনও শিক্ষার্থী ক্যাম্পাসে ও হোস্টেলে প্রকাশ্যে বা গোপনে পুনরায় ছাত্ররাজনীতি আনা, চৰ্চা, রাজনৈতিক কর্মসূচি পালন করলে এবং সেসব কর্মসূচিতে অন্যদের আহ্বান করলে, তার বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। এসময় আন্দোলনে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক সকাল সন্ধ্যাকে জানান, সভার শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকা শিক্ষকদের নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়। অনেকে বলেন, যারা এই আন্দোলনের বিপক্ষে ছিলেন তাদের সঙ্গে কাজ করতে চাই না। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।