বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
রবিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়।
সোমবার দুপুর ৩টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকের সামনে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে কিছুক্ষণ বিক্ষোভ মিছিল করে। পরে শাবিপ্রবির প্রধান ফটকের সামনে এসে বিক্ষোভকারীরা সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন শাবিপ্রবির শিক্ষার্থী ফয়সাল ও সিলেট এম সি কলেজের শিক্ষার্থী তানজিনা আক্তার।
বিক্ষোভ মিছিলে শাবিপ্রবির শিক্ষার্থীদের পাশাপাশি সিলেটের মুরারিচাদ কলেজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটিসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
‘দেশব্যাপী গুম ও গ্রেপ্তার হওয়া সবার মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ছাত্র-জনতা হত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে অস্ত্রের মুখে মিথ্যা বিবৃতি আদায়ের প্রতিবাদে’ এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের এক ভিডিও রবিবার রাতে আসে সংবাদমাধ্যমে, যেখানে চলমান আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা রয়েছে।
তবে বাইরে থাকা সমন্বয়করা এই ভিডিও নিয়ে প্রশ্ন তুলেছেন। জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।
ছয় সমন্বয়কের ভিডিওটি সংবাদমাধ্যমে আসার পর রবিবার ১২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সোমবার সারাদেশে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি আন্দোলনের কয়েকজন সমন্বয়কও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে আন্দোলন চলমান থাকবে বলে জানান।