সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ এনে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থীরা। ঢাকা-চট্টগ্রাম রেললাইনও অবরোধ করেছে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ডের কুমিরায় ঢাকা-চট্টগ্রাম রেললাইন অবরোধ করে শিক্ষার্থীরা। এতে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের যাত্রীরা আটকা পড়ে। পণ্যবাহী একটি ট্রেনও অবরোধে আটকে যায়।
ঢাকা-চট্টগ্রাম রেললাইন অবরোধের পাশাপাশি বেলা ১১টার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কও অবরোধ করে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
বিকাল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়ক ও রেললাইন অবরোধ করে ছিল।
তাদের অভিযোগ, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচি শুরুর আগেই মহাসড়ক ও রেলপথ অবরোধ করছে তারা।
মঙ্গলবার বিকাল ৩টায় দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।