ঢাকায় শুক্রবার জুমার নামাজের পর ‘প্রার্থনা’ শেষে ‘ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। নামাজের পর উত্তরা, সায়েন্স ল্যাব মোড়, জাতীয় প্রেসক্লাব, শাহবাগসহ বিভিন্ন এলাকার রাস্তায় নেমে আসেন আন্দোলনকারীরা।
গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে একদল আন্দোলনকারী। দুপুর সোয়া ২টার দিকে আন্দোলনকারীরা সায়েন্স ল্যাব মোড়ে সংক্ষিপ্ত মিছিল শেষে সড়কে বসে পড়েন। এসময় তাদের ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে দেখা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচিকে ঘিরে এলিফ্যান্ট রোড, ঢাকা কলেজের সামনে ও ল্যাব এইড হাসপাতালের বিপরীতে সতর্ক অবস্থান নেয় পুলিশ ও বিজিবি। তবে কর্মসূচি পালনে আন্দোলনকারীদের বাধা দেননি আইনশৃঙ্গলা বাহিনীর সদস্যরা।
সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলনকারীদের অবস্থানের কারণে নিউমার্কেট থেকে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
অন্যদিকে আন্দোলনকারীদের এই কর্মসূচিকে ঘিরে বেলা ১২ টা থেকেই বায়তুল মোকাররমের আশপাশে পুলিশকে সতর্ক অবস্থানে দেখা যায়।
পৌনে ২টার দিকে নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটের সিড়িতে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন আন্দোলনকারীরা। পরে সেখান থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের বাধা অতিক্রম করে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের দিকে চলে যান।
পরে সেখান থেকে মিছিলটি শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে ফের পুলিশ বাধা দেয়। এসময় শাহবাগ মোড়ে দাঁড়িয়ে স্লোগান দেয় আন্দোলনকারীরা। পরে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়ে শাহবাগে অবস্থান নেয়।
বেলা সাড়ে ৩টার দিকে পূর্বঘোষিত দ্রোহযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। এসময় মিছিলে অংশগ্রহনকারীরা সুপ্রিম কোর্টের ব্যারিকেড ভেঙ্গে ফেলেন।
এর আগে সকাল ১১টার দিকে বৃষ্টিতে ভিজে উত্তরা ও আফতাবনগরে গণমিছিল করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীদের এ সময় নিজেদের দাবি পূরণে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।