Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বাদল দিনে বাস, যানজট, সিএনজি, অতঃপর…   

টানা তিন ঘণ্টার বৃষ্টিতে পানি জমে যায় ঢাকার মোহাম্মদপুর এলাকায়। ছবি : সকাল সন্ধ্যা
টানা তিন ঘণ্টার বৃষ্টিতে পানি জমে যায় ঢাকার মোহাম্মদপুর এলাকায়। ছবি : সকাল সন্ধ্যা
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল ১০টার দিকে বাসা থেকে বের হয়ে বাসে উঠে ঘণ্টাখানেক যানজটে আটকে ছিলেন গৃহবধূ কোহিনূর আক্তার। জরুরি পারিবারিক কাজ থাকায় দ্রুত গন্তব্যে পৌঁছাতে বাস থেকে নেমে সিএনজি অটোরিকশা নেন তিনি।

তাতেও ভোগান্তি পিছু ছাড়েনি কোহিনূরের। রাস্তায় জমে থাকা বৃষ্টির পানি ঢুকে পড়ে ভাড়া করা অটোরিকশায়। অগত্যা আবার নেমে পড়তে হয় তাকে।    

মঙ্গলবার দুপুর ১২টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় কথা হয় কোহিনূর আক্তারের সঙ্গে। তিনি বলেন, “আমার বাসা বছিলার পশ্চিম ধানমন্ডি হাউজিংয়ে। হাতিরপুল এলাকায় আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য সকালে রওনা দিয়েছিলাম।

“বাসে ঘণ্টাখানেক জ্যামে বসেছিলাম। মোহাম্মদপুর বেড়িবাঁধ সিগন্যাল পারই হতে পারিনি। পরে বাস থেকে নেমে একটু হেঁটে সিএনজিতে উঠি।

“কিন্তু ভাগ্য এমনই খারাপ, কিছুদূর এগুতেই বৃষ্টিতে রাস্তায় জমে থাকা পানি ঢুকে সিএনজির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও চালক স্টার্ট দিতে পারেননি। এখন আরেকটি সিএনজি খুঁজছি। কিন্তু এত মানুষ যে, ফাঁকা সিএনজি পাচ্ছি না। দুয়েকটা পেলেও ভাড়া অনেক বেশি চাইছে।”

এভাবেই বৃষ্টিস্নাত দিনে রাস্তায় নেমে দুরবস্থার কথা জানালেন রাজধানীর এক বাসিন্দা। কেবল আজকে নয়, প্রতিবারই ঘণ্টাখানেক বৃষ্টি পড়লেই নাকাল হতে হয় ঢাকাবাসীদের। অল্প বৃষ্টিতে রাস্তায় জমে যায় পানি, থাকে না যানবাহন।

গণপরিবহনের সংখ্যা এসব দিনে অন্য সময়ের তুলনায় কম থাকে। বৃষ্টির মধ্যে ছাতা হাতে বা বর্ষাতি গায়ে দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করেও বাসের দেখা মেলে না। সড়কে জলাবদ্ধতার কারণে ব্যক্তিগত গাড়ি আর গণপরিবহন গতি বাড়াতে না পারায় দেখা দেয় যানজট।

ঢাকা শহরে বাদল দিনের এটাই যেন শাশ্বত রূপ হয়ে দাঁড়িয়েছে।    

মোহাম্মদপুর থেকে বছিলা রোডে দুপুরের দিকেও পানি জমে থাকতে দেখা যায়। ছবি : সকাল সন্ধ্যা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়। মৌসুমী বায়ুর সক্রিয়তাই এর কারণ।

অধিদপ্তর বলছে, ভারতের ছত্তিশগড় ও তার সংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে পশ্চিম দিকে অগ্রসর হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বর্তমান মধ্য প্রদেশে অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে।                          

এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টির আভাস রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানেও হতে পারে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, “ঢাকা ও রাজশাহী বিভাগেই আজ বৃষ্টি হয়েছে বেশি। এর মধ্যে রাজধানীতে তিন ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়। আজ এই দুই বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। অন্য বিভাগগুলোর কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে।”

মঙ্গলবার সকাল ৯টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুমিল্লায়, ৯৩ মিলিমিটার।

চলতি সপ্তাহের শেষ দিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত