Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

৩ রানে ৫ উইকেট মুকিমের, পাকিস্তানের রেকর্ড জয়

পাকিস্তানি স্পিনার সুফিয়ান মুকিম পেয়েছেন ৫ উইকেট। ছবি: এক্স
পাকিস্তানি স্পিনার সুফিয়ান মুকিম পেয়েছেন ৫ উইকেট। ছবি: এক্স
[publishpress_authors_box]

আগের ৫ টি-টোয়েন্টিতে উইকেট ছিল ৪টি। সাদামাটা পারফরম্যান্স। সুফিয়ান মুকিম সম্ভবত সব আয়োজন জমা রেখেছিলেন তার ষষ্ঠ ম্যাচে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে তার বাঁহাতি স্পিনে লেখা হলো নতুন ইতিহাস। সমান্তরালে পাকিস্তান পেল রেকর্ড ব্যবধানের জয়।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। সঙ্গে এক ম্যাচ আগেই ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে তারা। আফ্রিকান দেশটিকে ৫৭ রানে অলআউট করে কোনও উইকেট না হারিয়ে ৮৭ বল আগে জয় নিশ্চিত করেছে সফরকারীরা। আইসিসির পূর্ণ সদস্য দুই দলের লড়াইয়ে বলের হিসাবে সবচেয়ে বড় ব্যবধানের জয় এটি।

পাকিস্তানের রেকর্ডগড়া এই জয়ের কারিগর মুকিম। মাত্র ৩ রান খরচ করে ৫ উইকেট পেয়েছেন তিনি। তাতে টি-টোয়েন্টিতে পাকিস্তানের সেরা বোলিং ফিগারের কীর্তি গড়েছেন এই বাঁহাতি স্পিনার। এতদিন উমর গুলের ৬ রানে ৫ উইকেট ছিল সেরা টি-টোয়েন্টি বোলিং।

টস জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে শেষ ২০ রান তুলতে ১০ উইকেট হারিয়েছে। অর্থাৎ তাদের শুরুটা মন্দ ছিল না। ওপেনিং জুটি থেকে পায় ৩৭ রান। দুই ওপেনার ব্রায়ান বেনেট (২১) ও তাদিওয়ানাশে মারুমানি (১৬) শুধু যেতে পেরেছেন দুই অঙ্কের ঘরে। এরপর মুকিমের ঘূর্ণিজাদুতে কাটা পড়েছেন পরের দিকের ব্যাটাররা।

২.৪ ওভারে ৩ রান দিয়ে ৫ উইকেট পাওয়া মুকিম হয়েছেন ম্যাচসেরা। আব্বাস আফ্রিদি ২ ওভারে ২ রান দিয়ে নেন ২ উইকেট।

৫৮ রানের সহজ লক্ষ্য মাত্র ৫.৩ ওভারে পেরিয়ে যায় পাকিস্তান। দুই ওপেনার সাইম আয়ুব ১৮ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ৩৬ রানে। আরেক ওপেনার ওমর ইউসুফ ১৫ বলে খেলেন হার না মানা ২২ রানের ইনিংস।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত