গাজী আশরাফ হোসেন লিপু প্রধান নির্বাচক হওয়ায় বিস্মিত তিনি। একইভাবে সাকিব আল হাসানের জায়গায় নাজমুল হোসেন শান্তকে তিন ফরম্যাটের অধিনায়ক করায় কি অবাক হয়েছেন খালেদ মাহমুদ সুজন?
চট্টগ্রামে আজ (মঙ্গলবার) এমন প্রশ্নের জবাবে বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স ভাইস চেয়ারম্যান সুজন জানালেন, ‘‘আমাদের সোশ্যাল মিডিয়া দেখে যদি সিলেক্টর তৈরি করি, সিলেক্টর-প্লেয়ারদের গালি দেই! ‘লর্ড’ শান্ত আজ তিন ফরম্যাটে বাংলাদেশের ক্যাপ্টেন। কয়দিন আগেই শান্ত ‘লর্ড’ ছিল। এসব কথা সোশ্যাল মিডিয়া থেকেই ছড়ায়। শান্ত তো ৩ ফরম্যাটেই খেলছে। এটা আমার কাছে অবাক করা না। সাকিব যদি না করে আমি মনে করি শান্ত অন্যতম সেরা পছন্দ। এ নিয়ে সন্দেহ নেই।’’
গাজী আশরাফ হোসেন লিপু নয় প্রধান নির্বাচক হিসেবে নিজের পছন্দের কথাও জানালেন সুজন, ‘‘হ্যাঁ আমি আশা করেছিলাম সুমনই (হাবিবুল বাশার) হবে। কেন হয়নি, যারা সিদ্ধান্ত নিয়েছেন বা সিদ্ধান্তের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তারাই বলতে পারবেন। আমি অবশ্যই মনে করি সুমন যোগ্য ছিল। তবে যে সিদ্ধান্ত বোর্ড দিয়েছে, আমাদের সম্মান জানাতে হবে।’’
সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কাজের প্রশংসাও করলেন সুজন, ‘‘নান্নু ভাইরা যতদূর করেছেন, অবশ্যই অনেক ভালো কাজ করেছেন। আমি কোনো দোষারোপ করি না, উল্টো স্যালুট করি। তারা ধৈর্যের সাথে যে কাজটা করে গেছেন। নির্বাচক হওয়া সহজ কাজ না, আপনি তো সবাইকে খুশি করতে পারবেন না।’’