Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

থানায় জিডি করলেন ধর্ষণ ও হত্যার হুমকি পাওয়া সুমাইয়া

মতিঝিল থানায় গিয়ে সাধারণ ডায়েরি করছেন সুমাইয়া। ছবি: সংগৃহীত
মতিঝিল থানায় গিয়ে সাধারণ ডায়েরি করছেন সুমাইয়া। ছবি: সংগৃহীত
[publishpress_authors_box]

ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছেন দাবি করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। বুধবার দুপুরে রাজধানীর মতিঝিল থানায় জিডি করেন তিনি।

জিডি করার সময় সুমাইয়ার সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার খালিদ মাহমুদ নওমি।

গত কয়েকদিন ধরে জাতীয় দলের ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে নারী ফুটবলারদের বিরোধ নিয়ে আলোচনা চলছে ফুটবল অঙ্গনে। বাটলারের সঙ্গে বনিবনা না হওয়ায় সুমাইয়াসহ ১৮জন সিনিয়র ফুটবলার বিদ্রোহ করেছেন।

সমস্যা সমাধানে বাফুফে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। সমস্যা সমাধানের চেষ্টা করছেন তারা। এরই মধ্যে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন সুমাইয়া।

সেখানে তিনি দাবি করেন, গত কয়েকদিন অনেকবার হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছেন। পাশাপাশি আক্ষেপ করেন, কেন তিনি একজন ফুটবলার হতে গেলেন? কারণ, একজন ক্রীড়াবিদ হিসেবে যেভাবে দেশকে পাশে পাওয়ার কথা ছিল, সেভাবে পাচ্ছেন না।

ধর্ষণ ও হত্যার হুমকি পাওয়ার পর থেকেই ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন সুমাইয়া। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ জানিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে ইংরেজি চিঠি লেখার পর থেকেই এমন আক্রমণের শিকার হচ্ছেন তিনি।

সুমাইয়ার এই স্ট্যাটাসের পর ক্রীড়াঙ্গনে ঝড় উঠেছে। অনেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সুমাইয়ার স্ট্যাটাসের ঘণ্টা ছয়েক পর বাফুফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছে মঙ্গলবার রাতে। এক বিজ্ঞপ্তিতে সুমাইয়াকে দেওয়া হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে উল্লেখ করে বাফুফে। সেই ধারাবাহিকতায় এই জিডি করেছে বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ অভিভাবক সংস্থা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত