Beta
মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

রাজশাহীর লজ্জার রেকর্ডের দিনে সুমন খানের গৌরব

sumon khan
[publishpress_authors_box]

জাতীয় ক্রিকেট লিগের ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ডের লজ্জায় পড়লো রাজশাহী বিভাগ। ওদিকে দলটিকে লজ্জায় ফেলে গৌরবের রেকর্ড গড়লেন সুমন খান। উইন্ডিজে বাংলাদেশের প্রথম টেস্টের প্রথম দিনের পরদিন সকালে দেশের ক্রিকেটে বড় খবর উপহার দিল বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়াম।

বগুড়ার পিচ বরাবরই পেস সহায়ক। কতটা সহায়ক সেই প্রমাণ পাওয়া গেল শনিবার। সকালের ময়েশ্চার, হালকা কুয়াশা মিলে পেসারদের স্বর্গরাজ্যে উজ্জ্বল হয়ে উঠলেন সুমন খান। হ্যাটট্রিকসহ ক্যারিয়ার সেরা স্পেলে রাজশাহীকে মাত্র ২০.৫ ওভারে গুটিয়ে দিতে পেরেছেন ঢাকা বিভাগের এই পেসার।

ইনিংসের প্রথম ওভারে দুই উইকেট নিয়ে শুরু করেন সুমন। রাজশাহীর মিডলঅর্ডারের আরও দুই উইকেট নেন গতি ও সুইংয়ের মিশেলে করা ভয়ঙ্কর বোলিংয়ে। আর বিপক্ষের ব্যাটিং লাইনের শেষ তিন ব্যাটারকে তিন বলে ফিরিয়ে করেন হ্যাটট্রিক। এর আগে ইনিংসে ৬ উইকেট নেওয়ার কীর্তি ছিল। এবার নিলেন ১৮ রানে ৭টি।

সুমনের ভয়ঙ্কর হয়ে ওঠার দিনে রাজশাহী সর্বনিম্ন রানের লজ্জায় পড়েছে। এর আগে দেশের ঘরোয়া ক্রিকেটে সর্বনিম্ন দলীয় রান ছিল বরিশালের ৪৬। গত বছরের জাতীয় লিগে খুলনার বিপক্ষে ওই রান করেছিল তারা। ২০১৪ সালে রংপুরের বিপক্ষে ঢাকা মেট্রো ৪৮ রানে আউট হয়েছিল।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে ১৭তম হ্যাটট্রিক করলেন সুমন খান। বোলার হিসেবে ১৫তম। আগের ১৪ জনের মধ্যে ইলিয়াস সামি ও সোহাগ গাজীর দুটি করে হ্যাটট্রিক আছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত