সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মুগরাইন হাওরের পানিতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। তারা হলেন- ধর্মপাশা সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের মোহাম্মদ ফিরোজ আলীর স্ত্রী রেজিয়া খাতুন (৪৫) ও তাদের ছেলে হক মিয়ার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা পিপাসা আক্তার (২১)।
স্থানীয় ইউপি সদস্য মো. নেকচাঁন জানান, রেজিয়া ও তার পুত্রবধূ পিপাসা শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পেছনে মুগরাইন হাওরে গোসল করতে যান। রেজিয়া পা পিছলে হাওরের পানির স্রোতে ভেসে যান। এ সময় শাশুড়িকে উদ্ধারের চেষ্টা করেন তার অন্তঃসত্ত্বা পুত্রবধূ পিপাসা। তখন পিপাসাও স্রোতে ভেসে যান। পরিবারের সদস্যরা ঘটনা জানতে পেরে আশপাশের লোকজনকে খবর দেয়। তাদের সহযোগিতায় প্রায় ঘণ্টা খানেক পর জাল দিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
ধর্মপাশা থানার ওসি মো. শামসুদ্দোহা বলেন, তাদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।