Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান গ্রেপ্তার 

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার হন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক।
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার হন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক।
[publishpress_authors_box]

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)।

মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) আ ফ ম আনোয়ার হোসেন।

তিনি সকাল সন্ধ্যাকে বলেন, “সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় করা এক মামলার আসামি মুহিবুর রহমান মানিক। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জের আদালতে সোপর্দ করা হবে।”

গত ৪ আগস্ট সুনামগঞ্জ শহরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৯৯ জনের নাম উল্লেখ করে ২ সেপ্টেম্বর সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে মামলা করা হয়।

সুনামগঞ্জের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রত বিচার) আদালতে মামলাটি করেছিলেন জেলার দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের বাসিন্দা মো. হাফিজ আহমদ। 

মামলার এজাহারে বাদী নিজেকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহত শিক্ষার্থী জহুর আলীর বড় ভাই হিসেবে উল্লেখ করেন।

সেই মামলার তিন নম্বর আসামি সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।  

সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান মানিক ১৯৯১ সালে আওয়ামী লীগের মনোনয়নে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসন থেকে প্রথমবারের মতো অংশ নেন। সেবার তিনি পরাজিত হয়েছিলেন।

১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন তিনি। ২০০১ সালে একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করে হেরে যান।

পরে ২০০৮, ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন মুহিবুর রহমান মানিক। 

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত