Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সুনামগঞ্জে সুরমায় নৌকাডুবি, নিখোঁজ ৩

ss-sunamgonj-boat sink.2-7-24
[publishpress_authors_box]

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতে সুনামগঞ্জের সুরমা নদীতে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন দুই নারী ও এক শিশু।

মঙ্গলবার সকাল ১১টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন, দোয়ারাবাজার উপজেলার আজমপুর আশ্রয়ন প্রকল্পের আইনুল মিয়ার স্ত্রী জ্যোৎস্না বেগম (৩৫) ও তার দেড় বছরের মেয়ে হাফিজা বেগম, প্রতিবেশী মৃত নূর আলীর স্ত্রী গুল বিবি (৬৫)। নিখোঁজ তিনজনই আজমপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা।

স্থানীয়রা জানান, আজমপুর আশ্রয়ন প্রকল্প থেকে আইনুল মিয়ার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছোট নৌকায় করে সুরমা নদী পাড়ি দিয়ে দোয়ারাবাজার উপজেলা সদরে যাচ্ছিলেন। নদীর মধ্যে তীব্র স্রোতের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

এসময় স্থানীয়রা মাঝিসহ চারজনকে উদ্ধার করে। তবে শিশুসহ তিনজন নদীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও দোয়ারাবাজার থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল হাসান সকাল সন্ধ্যাকে জানান, আজমপুর গ্রামের খেয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। যাদের উদ্ধার করা হয়, তারা হলেন আইনুল মিয়ার মেয়ে হাফসা বেগম, গুল বিবির ছেলে জমির হোসেন ও পুত্রবধূ জিবারুন নেছা এবং নৌকার মাঝি। নৌকার মাঝির নাম জানা যায়নি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত