বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে দাপটে জিতেছে ভারত। হারের পর অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউড দোষ দিয়েছিলেন ব্যাটারদের। এরপরই তিনি বাদ পড়েন দ্বিতীয় টেস্ট থেকে।
ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারের মনে হচ্ছে, অস্ট্রেলিয়ান দলকে আতঙ্ক গ্রাস করেছে। ‘স্পোর্টসস্টারে’ গাভাস্কার নিজের কলামে লিখেছেন, ‘‘অস্ট্রেলিয়া দলের ভেতরে ভয়টা স্পষ্ট। সাবেকরা ক্রিকেটারদের মাথা কেটে নেওয়ার মতো কথা বলছেন। কেউ কেউ দলে চিড়ের কথা বলছেন। এতেই স্পষ্ট অস্ট্রেলিয়াকে আতঙ্ক গ্রাস করছে।”
হ্যাজেলউডের বাদ পড়া নিয়ে গাভাস্কার বললেন, “প্রথম টেস্টের পর হ্যাজেলউডের ওই বক্তব্য, তার পরই জানা গেল ও দ্বিতীয় টেস্টে নেই। হয়তো গোটা সিরিজেই নেই। প্রথম টেস্টে নাকি ও চোট পেয়েছে কিন্তু মিডিয়া কনফারেন্সে কেউ দেখেনি কখন সে চোট পেল। রহস্য, রহস্য।”
এরপরই গাভাস্কারের কটাক্ষ, “আগে যা ভারতীয় ক্রিকেটে দেখা যেত, এবার সেটাই অস্ট্রেলিয়া ক্রিকেটে দেখা যাচ্ছে। আমার ব্যাপারটা বেশ মজার লাগছে।”
ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর। দিবারাত্রীর এই টেস্ট খেলা হবে গোলাপি বলে। ভারতের জন্য স্বস্তির হচ্ছে, প্রথম টেস্ট শেষে ব্যক্তিগত কাজে দেশে ফেরা কোচ গৌতম গম্ভীর চলে এসেছেন অস্ট্রেলিয়ায়। দলের সঙ্গে আজ (মঙ্গলবার) যোগ দিয়েছেন তিনি।