Beta
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
Beta
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ-ভারতের ক্রিকেটীয় সম্পর্ক মধুর : গাভাস্কার

Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। গত এক দশকে দুই দলের ব্যবধান এতই বেড়েছে যে, বেশিরভাগ ম্যাচ হয় একপেশে। সেই তুলনায় ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের উত্তেজনা এখন তুঙ্গে। যুব পর্যায়ের ক্রিকেটেও ছড়িয়েছে এর রেশ।

আজ অ্যান্টিগায় দুই দল মুখোমুখি হওয়ার আগে অবশ্য বৈরিতা ভুলিয়ে দিচ্ছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার। ‘পিএমজি’তে নিজের কলামে তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশ-ভারতের ক্রিকেটীয় সম্পর্ক এমনিতে বেশ মধুর। সম্প্রতি দুই দেশের জুনিয়র পর্যায়ে কিছুটা তিক্ততা তৈরি হয়েছিল। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানরা আইপিএলে খেলে। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ওদের সম্পর্কটা বেশ ভালো।’’

তিক্ততা আর উত্তেজনা ভুলে দুই দল যে আজ সেমিফাইনালের জন্য নিজেদের উজার করে খেলবে সেটাই লিখেছেন গাভাস্কার। পাশাপাশি অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের বিপক্ষে বিরাট কোহলি ও রোহিত শর্মাদের রানে ফেরার তাগিদও দিয়েছেন গাভাস্কার, ‘‘কোহলি আর রোহিদের দায়িত্ব অনেক বেশি। অস্ট্রেলিয়া ম্যাচের আগে ওদের রান পাওয়া জরুরি। যুক্তরাষ্ট্রের উইকেটে রান করাটা কঠিন ছিল। তবে ওয়েস্ট ইন্ডিজের উইকেট ব্যাটিং বান্ধব। দিনের শেষে জাতটাই কথা বলে। কে বলতে পারে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ঝলসে উঠবে না কোহলির ব্যাট।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত