Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

নারিনকে বিশ্বকাপে নেওয়ার চেষ্টায় উইন্ডিজ অধিনায়ক

সুনিল নারিন ও রোভম্যান পাওয়েল। ছবি: বিসিসিআই
সুনিল নারিন ও রোভম্যান পাওয়েল। ছবি: বিসিসিআই
[publishpress_authors_box]

তিন দিন আগেই সুনিল নারিন জানিয়েছেন, এবার বাড়িতে বসে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা দেখবেন তিনি। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত মিলেছে কলকাতা নাইট রাইডার্স-রাজস্থান রয়্যালসের আইপিএল ম্যাচের পর। ওদিকে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক রোভম্যান পাওয়েলও লেগে আছেন নারিনের পিছে। ঘরের মাঠের বিশ্বকাপে এই অলরাউন্ডারকে পাওয়ার চেষ্টায় তিনি।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নারিন। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সিদ্ধান্ত পাল্টে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপে কি তিনি খেলবেন? প্রশ্নটা উঠেছে কারণ, আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি। মূল কাজ বোলিং, তবে ব্যাটিংয়ে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন নারিন।

উড়ন্ত ফর্মে নারিন

৩৫ পেরোনো নারিন খেলছেন কলকাতার জার্সিতে। দলটির সেরা বোলার তিনি। তবে ব্যাট হাতে তার পারফরম্যান্স ঈর্ষণীয়। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাজস্থানের বিপক্ষে টর্নেডো ব্যাটিংয়ে পেয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৫৬ বলে ১৩ চার ও ৬ ছক্কায় খেলেছেন ১০৯ রানের ইনিংস। এর আগে ৮৫ ও ৪৭ রানের আরও দুটো ইনিংস আছে তার।

বোলিংয়েও নিয়মিত সাফল্য পাচ্ছেন নারিন। এবারের আইপিএলে খেলা ছয় ম্যাচের প্রত্যেকটিতে অন্তত একবার করে উইকেট উদযাপন করেছেন এই স্পিনার।

নারিন কী বলছেন

২০২৩ সালের নভেম্বরে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নারিন। তবে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে তিনি শেষ ম্যাচ খেলেছেন আরও চার বছর আগে, ২০১৯ সালের আগস্টে। তিন দিন আগে জানিয়েছিলেন, ক্যারিবিয়ান দলে তার ফেরার পরিকল্পনা নেই। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতেও পারেন তিনি। সেরকমই ইঙ্গিত মিলেছে। রাজস্থান ম্যাচে সেঞ্চুরির পর তার কাছে প্রশ্ন ছিল, এখন কি তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন? নারিনের উত্তর ছিল, “ব্যাপারটা ওই অবস্থানেই আছে। তবে দেখা যাক ভবিষ্যতে কী হয়।”

রোভম্যানের চাওয়া

এখন পর্যন্ত নারিন তার সিদ্ধান্তে অটল। তবে হাল ছাড়ছেন না ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান। রাজস্থানের এই ব্যাটার নারিনের বলে আউট হওয়ার আগে ৩ বলে নেন ১৬ রান। এর আগে মাঠে থেকেই দেখেছেন নারিনের ব্যাটের ঝলক। তবে আরও আগেই থেকেই তিনি এই স্পিনারকে বুঝিয়ে চলেছেন, যাতে সিদ্ধান্ত পাল্টে আবার ফেরেন ওয়েস্ট ইন্ডিজ দলে।

কলকতার বিপক্ষে ২ উইকেটে জয়ের পর রোভম্যান বলেছেন, “গত ১২ মাস ধরে আমি তার (নারিন) কানের কাছে গিয়ে ফিসফিস করছি। কিন্তু ও কারও কথাই কানে নিচ্ছে না। আমি (কাইরন) পোলার্ড, (ডোয়াইন) ব্রাভো, (নিকোলাস) পুরানকে জিজ্ঞেস করেছি (নারিনের ব্যাপারে)। আশা করছি, দল নির্বাচনের আগে তারা তাকে বোঝাতে পারবে।”

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়োজক দুই দেশ- যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ২০ দলের এই লড়াই শুরু হবে ২ জুন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত