Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

বহিষ্কৃত সুনীলকে মুখপাত্র বানাল জাপার রওশনের অংশ

সুনীল শুভ রায়।
সুনীল শুভ রায়।
[publishpress_authors_box]

জি এম কাদের যাকে দল থেকে বহিষ্কার করেছেন, সেই সুনীল শুভ রায়কে জাতীয় পার্টির মুখপাত্র ঘোষণা করা হয়েছে রওশন এরশাদের পক্ষ থেকে।

জাতীয় পার্টিতে কোন্দলের মধ্যে রবিবার নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন। সেই সঙ্গে মহাসচিব পদে কাজী মামুনুর রশীদের নাম ঘোষণা করেন তিনি।

একদিন বাদেই নতুন মুখপাত্র হিসেবে সুনীল শুভ রায়ের নামের ঘোষণা আসে মামুনূর রশিদের পক্ষ থেকে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রওশন এরশাদের অনুমোদনক্রমে মহাসচিব কাজী মামুনূর রশিদ এই নিয়োগ দেন।

“এখন থেকে জাতীয় পার্টির যাবতীয় প্রেস ও মিডিয়া সম্পর্কিত সকল দায়িত্ব নবনিযুক্ত মূখপাত্রের উপর ন্যস্ত করা হলো। চেয়ারম্যানের সিদ্ধান্তক্রমে এই নিয়োগ ঘোষণার পর থেকেই কার্যকর হবে।”

সুনীল শুভ রায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের রাজনৈতিক সচিব ছিলেন। পরে দলের সভাপতিমণ্ডলীর সদস্যও হন তিনি।

এবার দ্বাদশ সংসদ নির্বাচনের পরা ক্ষোভ-বিক্ষোভের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের যে চারজন কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করেন, তাদের একজন সুনীল শুভ রায়।

তবে রবিবার রওশন এরশাদ দলের বিক্ষুব্ধ এবং বহিষ্কৃত নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেন। সেখানে তিনি বহিষ্কৃতদের দলে স্বপদে ফেরত নেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি চেয়ারম্যান পদ থেকে জি এম কাদের এবং মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানান।

তবে তার এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে জাতীয় পার্টির মহাসচিব চুন্নু বলেছেন, বিষয়টি আমলেই নিচ্ছেন না তারা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত