Beta
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
Beta
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন

যুথিকে বিজয়ী ঘোষণার সিদ্ধান্ত বাতিল করে ভোট গণনা শুরু

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনা চলছে। ছবি : সকাল সন্ধ্যা
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনা চলছে। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক পদে নাহিদ সুলতানা যুথিকে বিজয়ী ঘোষণার সিদ্ধান্ত বাতিল করে ভোট গণনা শুরু হয়েছে।

কঠোর পুলিশ পাহারার মধ্যে শনিবার বেলা ২টা ৫০ মিনিটে ভোট গণনা শুরু হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামসহ তিন হলে ভোট গণনা কার্যক্রম চলছে।

এর আগে দুপুর ১টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কসহ নির্বাচন কমিটির সদস্যরা সমিতি ভবনে প্রবেশ করেন। পরে তারা বৈঠক করে গণনার দায়িত্ব বণ্টন করে গণনা শুরু করেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা সমিতি ভবনে যাওয়ার আগেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামসহ পুরো ভবনের নিরাপত্তা জোরদার করা হয়। ভবনের প্রবেশ গেটে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। পরে পুলিশ পাহারায় ব্যালট বাক্স বের করে ভোট গণনার কার্যক্রম শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথিকে বিজয়ী বলে নির্বাচন কমিটির দেওয়া ঘোষণা বাতিল করা হয়।

এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “সুপ্রিম কোর্ট বার নির্বাচন ২০২৪-২০২৫ এর সম্পাদক পদে ফলাফল বিষয়ে বিভিন্ন মিডিয়ায় আমার নামে প্রচারিত ঘোষণাটি সম্পূর্ণরূপে আইনানুগভাবে ভিত্তিহীন। একটি অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করে ভোট গণনার পূর্বেই দুঃখজনকভাবে বহিরাগত মস্তান শ্রেণি কর্তৃক আমার উপর চাপ সৃষ্টি করে তাহা লিখিত দিতে বাধ্য করা হয়।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “যদিও ইহা অর্থহীন ঘোষণা, তবুও কূটতর্ক নিরসনের স্বার্থে সংশ্লিষ্ট সকলকে তাহা ইগনোর করার জন্য অনুরোধ করা হলো। ভোট গণনা করেই ফলাফল ঘোষণা করা হবে।”

দুই দিনব্যাপী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট গ্রহণ বৃহস্পতিবার শেষ হয়। পরে ভোট গণনাকে কেন্দ্র করে শুক্রবার ভোররাতে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। এতে একজন সহকারী অ্যাটর্নি জেনারেলসহ অন্তত সাতজন আহত হওয়ার খবর পাওয়া যায়।

এরপর শুক্রবার রাতে শাহবাগ থানায় দুই সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথি ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনের নাম উল্লেখ করে মামলা করেন আহত সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান সিদ্দিকী।

আইনজীবী সমিতির এবারের নির্বাচনে এবারের ভোটার ছিলেন ৭ হাজার ৮৮৮ জন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত