গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পায়ে চোট পেয়েছিলেন সূর্যকুমার যাদব। স্পোর্টস হার্নিয়া, গোড়ালি ও হাঁটুর চোট কাটিয়ে ফিরেছিলেন দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। তবে আউট হয়ে যান ০ রানে।
কাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দেখা মিলল চেনা সূর্যকুমারের। করেছেন নিজের ক্যারিয়ারের দ্রুততম আইপিএল ফিফটি। ব্যাট হাতে ঝড় তুলে থামেন ১৯ বলে ৫ বাউন্ডারি ৪ ছক্কায় ৫২ রানে।
তাতে বেঙ্গালুরুর ৮ উইকেটে ১৯৬ রানের পাহাড়ও মুম্বাই ইন্ডিয়ানস টপকে যায় ২৭ বল আর ৭ উইকেট হাতে রেখে। এ নিয়ে ছয় ম্যাচে পাঁচটি হারল বেঙ্গালুরু। আর টানা তিন হারের পর দ্বিতীয় জয় পেল মুম্বাই।
রান উৎসবের এই ম্যাচে আগুন ঝড়া বল করে ৫ উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরা। ৪ ওভারে মাত্র ২১ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা মুম্বাইয়ের এই পেসার।
বেঙ্গালুরুর বিরাট কোহলি ফেরেন ৩ রানে। তবে ফাফ দুপ্লেসিসের ৬১, রজত পাতিদারের ৫০ আর দিনেশ দিনেশ কার্তিকের ৫৩-তে ১৯৬ রানের বড় পুঁজি পেয়েছিল বেঙ্গালুরু। গ্লেন ম্যাক্সওয়েল আউট হয়েছেন ৪ বলে ০ রানে। এবারের আইপিএলে ৬ ইনিংসে এটা তার তৃতীয় শূন্য!
তাতে একটি রেকর্ডও গড়ে ফেলেছেন অস্ট্রেলিয়ার এই তারকা। আইপিএলে ১৭ বার ০ রানে আউট হলেন তিনি । বেঙ্গালুরুর দিনেশ কার্তিক ও মুম্বাইয়ের রোহিত শর্মাও আইপিএলে ১৭ বার আউট হয়েছেন শূন্য রানে ।
জবাবে ইশান কিষাণের ৩৪ বলে ৬৯, রোহিত শর্মার ২৪ বলে ৩৮ আর সূর্যকুমারের ১৯ বলে ৫২-তে সহজ জয় মুম্বাইয়ের।