Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

মারা গেছেন ইংল্যান্ডের সাবেক কোচ এরিকসন

৭৬ বছর বয়সে মারা গেছেন সভেন-গোরান এরিকসন। ছবি: টুইটার
৭৬ বছর বয়সে মারা গেছেন সভেন-গোরান এরিকসন। ছবি: টুইটার
[publishpress_authors_box]

এ বছরের শুরুতে চিকিৎসকরা জানিয়েছিলেন, বড় জোর এক বছর বাঁচবেন সভেন-গোরান এরিসকন। সেই সময়ের কাটা ২৬ আগস্ট (সোমবার) থেমে গেল। মারা গেছেন ইংল্যান্ডের সাবেক এই কোচ। ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হেরে পৃথিবী ছাড়লেন তিনি ৭৬ বছর বয়সে।

এই সুইডিশ কোচের পরিবার থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এরিকসনের পরিবার থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সভেন-গোরান এরিকসন মারা গেছেন। দীর্ঘ দিন অসুস্থতায় ভুগে সকালে পরিবারের সদস্যদের সামনে পৃথিবী ছেড়েছেন তিনি।

চলতি বছরের জানুয়ারিতে জানা যায়, প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় ক্যান্সারে আক্রান্ত এরিকসন। একই সঙ্গে জানানো হয়, সর্বোচ্চ এক বছর বাঁচবেন তিনি। বেঁধে দেওয়া সেই সময়ের সাত মাসেই জীবনপ্রদীপ নিভে গেল তার।

ইংল্যান্ড জাতীয় দলের প্রথম বিদেশি কোচ ছিলেন এরিকসন। ২০০১ সালে দায়িত্ব নিয়ে থ্রি লায়ন্সের সঙ্গে ছিলেন ২০০৬ সালের বিশ্বকাপ পর্যন্ত। এই ৫ বছরে তিনটি বড় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে খেলেছিল ইংল্যান্ড। ২০০২ ও ২০০৬ সালের বিশ্বকাপ এবং ২০০৪ সালের ইউরোর শেষ আটে খেলেছিল ইংলিশরা।

ইংল্যান্ডের ‘গোল্ডেন জেনারেশনের’ কোচ ছিলেন তিনি। এরিকসনের অধীনে খেলেছেন ডেভিড বেকহাম, স্টিভেন জেরার্ড, ওয়েইন রুনি ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের মতো খেলোয়াড়েরা।

কোচিং ক্যারিয়ারে তিনি দায়িত্ব পালন করেছেন ইউরোপের বড় ক্লাবগুলোর। যার মধ্যে রয়েছে ম্যানচেস্টার সিটি, লিস্টার সিটি, বেনফিকা, রোমা, ফিওরেন্তিনা, সাম্পদোরিয়া ও লাৎসিও। জাতীয় দলে ইংল্যান্ড ছাড়াও কোচ ছিলেন মেক্সিকো ও আইভরি কোস্টের।

২০২৩ সালে সবশেষ কাজ করেছেন সুইডিশ ক্লাব কার্লস্টাডে। অসুস্থ হয়ে পড়ায় পদত্যাগ করেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টরের পদ থেকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত