স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম আর নেই।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন সুজেয় শ্যামের মেয়ে রুপা মঞ্জুরী শ্যাম। তিনি জানান, ২০১৮ সাল থেকেই সুজেয় শ্যাম ক্যানসারে ভুগছিলেন। নিয়মিত চিকিৎসা চলছিল তার। চলতি বছর জুনে তার হৃদযন্ত্রে ‘পেসমেকার’ বসানো হয়। তিনি কিডনি ও ডায়াবেটিস সংক্রান্ত শারীরিক জটিলতায়ও ভুগছিলেন।
“গত ২৪ সেপ্টেম্বর তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে পিজিতে (বঙ্গবন্ধু শেখ মুজিব মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) ভর্তি করা হয়। সেখান থেকে আর ফেরানো গেল না। এবার আমাদের ছেড়ে একেবারেই চলে গেলেন,” বলেন রুপা।
শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হয় সুজেয় শ্যামের মরদেহ। সেখানে মহান মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা হিসেবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
ঢাকেশ্বরী মন্দিরে সর্বসাধারণের শ্রদ্ধা জানানো শেষে ঢাকার সবুজবাগ বড়দেশ্বরী শ্মশানে তার শেষকৃত্য হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটির সুর করেছিলেন সুজেয় শ্যাম। গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেন তিনি।
তার সুর করা জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয় রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘শোন রে তোরা শোন’ প্রভৃতি উল্লেখযোগ্য।
সুজেয় শ্যাম সঙ্গীতে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক এবং ২০১৫ সালে শিল্পকলা পদক লাভ করেন।