Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

ফেলপসের রেকর্ড ভেঙে মারশাঁর চতুর্থ সোনা

ert
[publishpress_authors_box]

প্যারিসের পুলে ঝড়ই তুলেছেন লিওঁ মারশাঁ। তরুণ এই ফরাসি সাঁতারু চারটি সোনা জিতেছেন তিনটি অলিম্পিক রেকর্ড ভেঙে। এর দুটি আবার যুক্তরাষ্ট্রের কিংবদন্তি মাইকেল ফেলপসের। ৪০০ মিটার মেডলিতে ভেঙেছিলেন ফেলপসের বেইজিং অলিম্পিকে গড়া রেকর্ড।

 কাল ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতেও ফেলপেসর বেইজিংয়ে গড়া রেকর্ড ভেঙে জিতলেন সোনা। ফ্রান্সের প্রথম সাঁতারু হিসেবে অলিম্পিকের এক আসরে চারটি সোনা জিতলেন তিনি।

লিঁও মারশাঁ সময় নিয়েছিলেন  ১ মিনিট ৫৪.০৬ সেকেন্ডে। মাইকেল ফেলপসের আগের রেকর্ডটি ছিল ১ মিনিট ৫৪.২৩ সেকেন্ডে।   ১:৫৫.৩১ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে রুপা জিতেছেন গ্রেট ব্রিটেনের ডানকান স্কট। চীনের ওয়াং শান ব্রোঞ্জ জিতেছেন ১ মিনিট ৫৬ সেকেন্ড সময় নিয়ে।

উগান্ডার জশুয়া চেপেতেগি।

রেকর্ড হয়েছে ছেলেদের ১০ হাজার মিটার দৌড়েও। রেকর্ড গড়ে সোনা জিতেছেন উগান্ডার জশুয়া চেপেতেগি। তিনি ১০ হাজার মিটার শেষ করেন ২৬ মিনিট ৪৩.১৪ সেকেন্ডে। অলিম্পিকে ১০ হাজার মিটারের আগের রেকর্ডটি ছিল ইথিওপিয়ার কেনেনিসা বেকেলের ২৭ মিনিট ০১.১৭ সেকেন্ড।

এছাড়া ছেলেদের সাইক্লিংয়ে বিএমএস রেসিংয়ে লাস্ট চান্স রেসে সোনা, রুপা ও ব্রোঞ্জ তিনটিই জিতেছে ফ্রান্স। জোরি দুদে জিতেছেন সোনা।  রুপা সিলভাইন আন্দ্রে আর ব্রোঞ্জ রোমানিয়ান মাহিউ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত