অলিম্পিক পদকে কারা এগিয়ে থাকবে বলা কঠিন। পুলের লড়াইয়ে অবশ্য শ্রেষ্ঠত্ব যুক্তরাষ্ট্রের। সাঁতারে ৮ সোনাসহ সর্বোচ্চ ২৮টি পদক তাদের। সমান তালে লড়াই করা অস্ট্রেলিয়ার সোনা ৭টি, ফ্রান্সের ৪, কানাডার ৩ আর চীনের ২টি।
কাল সাঁতারের শেষ দিনে হয়েছে দুটি বিশ্ব রেকর্ড। ছেলেদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে বিশ্ব রেকর্ড ভেঙে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের ববি ফিনকে। ১৪ মিনিট ৩০.৬৭ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন তিনি। ১৪ মিনিট ৩১.০২ সেকেন্ড সময় নিয়ে ২০১২ লন্ডন অলিম্পিকে আগের রেকর্ডটি করেছিলেন চীনের সুন ইয়াং।
সাঁতারের শেষ ইভেন্ট ছিলে মেয়েদের ৪×১০০ মিটার মেডলি রিলে। এই ইভেন্টে নিজেদের আগের রেকর্ডই ভেঙেছে যুক্তরাষ্ট্র। ৩ মিনিট ৪৯.৬৩ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। আগের রেকর্ডটা ২০১৯ সালে তারা গড়েছিল ৩ মিনিট ৫০.৪০ সেকেন্ডে। এই ইভেন্টে রুপা জিতেছে অস্ট্রেলিয়া আর ব্রোঞ্জ চীন।
পাঁচটি সোনা জিতে প্যারিস অলিম্পিক শেষ করার সুযোগ ছিল লিঁও মারশাঁর। ফ্রান্সের ফেলপস খ্যাত এই তারকা সেটা পারেননি। ছেলেদের ৪×১০০ মিটার মেডলি রিলেতে ব্রোঞ্জ জিতেছে মারশাঁর দল। এই ইভেন্টে সোনা জিতেরছে চীন আর রুপা যুক্তরাষ্ট্র। তাই ৪টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতে অলিম্পিক শেষ করলেন মারশাঁ।
প্যারিসে সাঁতারের সেরা ৫
দেশ | সোনা | রুপা | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|
যুক্তরাষ্ট্র | ৮ | ১৩ | ৭ | ২৮ |
অস্ট্রেলিয়া | ৭ | ৮ | ৩ | ১৮ |
ফ্রান্স | ৪ | ১ | ২ | ৭ |
কানাডা | ৩ | ২ | ৩ | ৮ |
চীন | ২ | ৩ | ৭ | ১২ |