ইউরো বাছাইয়ে চমক দেখিয়েছিল হাঙ্গেরি। তবে মূল মঞ্চে নিষ্ঠুর বাস্তবতার সামনে পড়তে হলো তাদের। বিপরীতে নজরকাড়া পারফরম্যান্সে হৃদয় কাড়ল সুইজারল্যান্ড। হাঙ্গেরির বিপক্ষে দাপুটে জয়ে ২০২৪ সালের ইউরো শুরু করল সুইসরা।
শনিবার (১৫ জুন) কোলনের ম্যাচে সুইজারল্যান্ড পেয়েছে ৩-১ গোলের জয়। প্রথমার্ধের দুই গোলের পর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের লক্ষ্যভেদে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তারা। হাঙ্গেরি দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ দিয়েছিল।
১২তম মিনিটে সুইসদের এগিয়ে নেন কাওদো দুয়া। মিশেল এবিশারের ডিফেন্সচেড়া পাস থকে সুইজারল্যান্ডের জার্সিতে প্রথম গোলের দেখা পান এই স্ট্রাইকার। শুরুতে অফসাইডে গোল বাতিল হয়েছিল, তবে ভিএআর দেখে সিদ্ধান্ত পাল্টান রেফারি।
এই গোলে সহায়তা করা এবিশার বিরতিতে যাওয়ার আগে স্কোরশিটে নাম তোলেন। ৪৫ মিনিটে তার দেওয়া গোলে ব্যবধান দ্বিগুণ হয় সুইজারল্যান্ডের। ২৭ বছর বয়সী এবিশার ২১তম ম্যাচে এসে প্রথমবার পেলেন গোলের দেখা।
২-০ গোলে পিছিয়ে পড়া হাঙ্গেরি বিরতি থেকে এসে গোলশোধে মরিয়া হয়ে ওঠে। একের পর এক আক্রমণ চালায় সুইজারল্যান্ডের রক্ষণে। ৬৬ মিনিটে সফলও হয় তারা। বার্নাবাস ভার্গা হেড থেকে স্কোরলাইন করেন ২-১।
খেলায় ফেরার ইঙ্গিত দিলেও হাঙ্গেরি পারেনি। উল্টো দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে সব সম্ভাবনা শেষ হয়ে যায় তাদের। রক্ষণের দুর্বলতায় ব্রিল এমবোলো লক্ষ্যভেদ করে দারুণ জয় এনে দেন সুইজারল্যান্ডকে।