Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সিলেট বিমানবন্দরে ২ আওয়ামী লীগ নেতা আটক

ss-sylhet-al-shamim-jamil-26082024
Picture of আঞ্চলিক প্রতিবেদক, সিলেট

আঞ্চলিক প্রতিবেদক, সিলেট

বিদেশে যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়েছে।

তারা হলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম আহমদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল।

সংশ্লিষ্টরা বলছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের জেদ্দা যাওয়ার কথা ছিল তাদের। ইমিগ্রেশনের সময় তাদের আটকে দেওয়া হয়। বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে কোতোয়ালী থানায় সোর্পদ করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম সকাল সন্ধ্যাকে জানান, তাদেরকে সিলেট কোতোয়ালী থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কোনও মামলা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত