Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

সিলেট আওয়ামী লীগের ২ নেতা কারাগারে 

ss-sylhet-al-shamim-jamil-26082024
[publishpress_authors_box]

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক সিলেট মহানগর আওয়ামী লীগের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

তারা হলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম আহমদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল।

মঙ্গলবার বিকালে মহানগর দায়রা জজ আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।

আদালত সূত্রে জানা যায়, সিলেট কোতোয়ালি থানার একটি মামলায় তাদেরকে বিচারক আব্দুল মোমেনের আদালতে তোলা হয়। আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন সহিংস হয়ে উঠে মাসের মাঝামাঝিতে। জুলাইয়ের শেষ দিকে এ আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। 

গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নেতাকর্মীদের কেউ দেশ ছেড়ে চলে যান আর কেউ কেউ চলে যান আত্মগোপনে।

ঘটনার পর থেকেই শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একের পর এক মামলা করা হচ্ছে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, সোমবার রাতে আওয়ামী লীগের ওই দুই নেতা সৌদি আরব যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে যান। রাত পৌনে নয়টার দিকে ইমিগ্রেশনে গেলে তাদেরকে আটক করা হয়। পরে সিলেট মহানগর পুলিশকে খবর দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

সোমবার রাতে আটককৃত দুজনকে সিলেট কোতোয়ালি থানায় আনা হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুনু মিয়া। তিনি সকাল সন্ধ্যাকে বলেন, “গত ২৩ আগষ্ট দায়ের করা একটি বিস্ফোরক, ভাঙচুর ও হামলার মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালতের আদেশে তাদেরকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত